Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগের থেকে দাম অনেক কম, ৩ ঘন্টায় ফুল চার্জ, ৭৫ কিলোমিটার মাইলেজ দিচ্ছে এই স্কুটার

সম্প্রতি দেশের বৈদ্যুতিক টু-হুইলার সেগমেন্টে ক্রমাগত নতুন বৈদ্যুতিক স্কুটার যুক্ত হচ্ছে। এর প্রধান কারণ বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি। যার ফলে ইলেকট্রিক স্কুটারের দাম এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর…

Avatar

সম্প্রতি দেশের বৈদ্যুতিক টু-হুইলার সেগমেন্টে ক্রমাগত নতুন বৈদ্যুতিক স্কুটার যুক্ত হচ্ছে। এর প্রধান কারণ বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি। যার ফলে ইলেকট্রিক স্কুটারের দাম এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে বাজারে লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটারের দাম ছিল অনেক বেশি। এখন সেরকম নয়। আজকের এই প্রতিবেদনে আমরা Trinity Motors Amigo Electric Scooter সম্পর্কে কথা বলব। যা কোম্পানির বাজেট সেগমেন্টের ইলেকট্রিক স্কুটার।এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন আকর্ষণীয় এবং এতে আরও ভালো ব্যাটারি প্যাক ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এই স্কুটারটি একটি দীর্ঘ রেঞ্জ সরবরাহ করতে পারে। একই সঙ্গে এতে দ্রুত গতিও পাবেন। অনেক এই স্কুটারটি কেনার পরিকল্পনা করতে শুরু করেছেন। আজকের এই প্রতিবেদনে আপনি এই ইলেকট্রিক সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য পাবেন।Trinity Motors Amigo Electric Scooterএই বৈদ্যুতিক স্কুটারটিতে ১.৪৪ কিলোওয়াট ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা ২৫০ ওয়াট পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটরের সাথে সংযুক্ত। এতে পাওয়া ব্যাটারি প্যাকের চার্জিংয়ের কথা বলতে গেলে, আপনি এই স্কুটারের ব্যাটারি প্যাকটি ৩ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করতে পারেন। এর ড্রাইভ রেঞ্জ ৭৫ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।এই ইলেকট্রিক স্কুটারে মাল্টি রাইডিং মোড, পুশ বাটন স্টার্ট, এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প, এলইডি টেইললাইট এবং এলইডি হেডলাইটের মতো আরও অনেক ফিচার দিয়েছে প্রতিষ্ঠানটি। এই ইলেকট্রিক স্কুটারটি বাজারে লঞ্চ করা হয়েছে ৭৪,৯৯৯ টাকার প্রাথমিক এক্স-শোরুম মূল্যে। এই দাম অন রোড হিসেবে ধরলে ৭৫,৬৮১ হবে টাকা।
About Author