Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ! উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

বিনোদ পালঃ শনিবার বারাসতের হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে র নতুন ভবন উদ্ঘাটনের সময় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয় তৃণমূল সাংসদ। সেখানে তাঁকে নারদ কান্ড নিয়ে প্রশ্ন করলে এমনই মন্তব্য প্রকাশ করেন তিনি।…

Avatar

বিনোদ পালঃ শনিবার বারাসতের হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে র নতুন ভবন উদ্ঘাটনের সময় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয় তৃণমূল সাংসদ। সেখানে তাঁকে নারদ কান্ড নিয়ে প্রশ্ন করলে এমনই মন্তব্য প্রকাশ করেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, নারডাকান্ডের ভিডিওটিও সত্যি এবং ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছি তাও সত্য।কিন্তু সে টাকা নির্বাচনের চাঁদা হিসেবে নিয়েছিলাম।

আর সেই টাকা নেওয়ার উপযুক্ত বিল ও ম্যাথু স্যামুয়েলের সই করা রিসিভ কপিও আমার কাছে আছে।এ বিষয়ে তিনি আরো জানান যে,আমার কাছে যে উপযুক্ত প্রমান আছে তা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। সাথে সাথে তিনি এ ঘটনার প্রতি ক্ষোভ উগরে বলেন- নারদা কান্ড একটা চক্রান্ত যা নির্দিষ্ট একটা দল ও কিছু মানুষের বিরুদ্ধে করানো হয়েছে।তবে মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তদন্ত শেষ হলেই সত্যটা বেরিয়ে আসবে,আর এতে আমি পুরো সহযোগীতা করছি। নারদা কান্ডের তদন্ত যখন মাথাচারা দিয়ে উঠছে ঠিক সেই মুহূর্তে নারদা কান্ডে অভিযুক্ত কাকলী ঘোষ দোস্তিদারের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

About Author