Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপনির্বাচনে জিততে তৃণমূল ইভিএম কারচুপি করেছে, নতুন অজুহাত রাহুল সিনহার

গতকাল রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। তিন কেন্দ্রেই ভরাডুবি হয়েছে বিজেপির। এবার সেই হারের কারণ পর্যালোচনা করতে বসে, এনআরসি কেই তারা প্রধান কারণ হিসেবে তুলে ধরলেন। এর সাথে সাথেই…

Avatar

গতকাল রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। তিন কেন্দ্রেই ভরাডুবি হয়েছে বিজেপির। এবার সেই হারের কারণ পর্যালোচনা করতে বসে, এনআরসি কেই তারা প্রধান কারণ হিসেবে তুলে ধরলেন। এর সাথে সাথেই ইভিএম এ কারচুপির মতো ঘটনাও ঘটতে পারে বলে মত রাহুল সিনহার মতো কারও কারও।

রাহুল সিনহার মতে, লোকসভায় বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর এই উপনির্বাচনে জিততে তৃণমূল যা খুশি তাই করতে পারে। এমনকি ইভিএম এও কারচুপি হতে পারে বলে বিশ্বাস তার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাহুল সিনহা বলেছেন, ‘লোকসভা ভোটে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর এই দুই কেন্দ্রে অনেক ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু এই উপনির্বাচনে সেই কেন্দ্র গুলো থেকেও হেরেছি আমরা। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’

রাহুল সিনহা আরও বলেছেন, ‘নির্বাচন কমিশন সব ভোটে থাকলেও উপনির্বাচন গুলো রাজ্য সরকারই করায়। আর লোকসভার পরে এই উপনির্বাচনে জিততে তারা যা খুশি করতেই পারে।’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোট পাওয়ার পর বিরোধীরা অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশন বিরোধীদের সেই অভিযোগ খারিজ করে দেয়। এবার ঘুরে সেই একই অভিযোগ তুলছে খোদ বিজেপিই।

About Author