মুর্শিদাবাদ জেলা তৃণমূল নিয়ে এবারে বৃহস্পতিবার বিকেল নাগাদ বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং আরো অনেক নেতা। জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ৫৫ নেতাকে এই বৈঠকে আসতে বলা হয়েছে। বাকি ১৫০ জন নেতা এবং বেশ কিছু জনপ্রতিনিধি ভার্চুয়ালি যোগদান করবেন এই বৈঠকে। এই বৈঠকে মুর্শিদাবাদ জেলায় কিভাবে উন্নতি করা যায় সেই নিয়ে কথা হবে।
২১ বিধানসভার আগে শাসক দল এবং বিরোধী দল সকলে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ২২ বিধানসভা আসন রয়েছে। তবে, এই বিধানসভা কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে মুর্শিদাবাদ জেলায় ডালপালা মেলে মরিয়া ভাবে সংগঠন গড়ে তোলার জন্য উত্তীর্ণ হয়েছে আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) দল মিম। তার আগমন ঠেকাতে শাসক দল নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। অন্যদিকে বিজেপি ও নজর রেখেছে এই জেলার উপরে। অর্থাৎ এই বারের নির্বাচনে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বেশ বড় একটা ফ্যাক্টর হতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকসময় এই জেলা অধীর গড় হিসেবে পরিচিত ছিল। আবার এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তবে আপাতত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জেলা সংগঠন দেখার দায়িত্ব নিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই টার্গেট সেট করে নিয়েছে মিম। আবার ভোটের আগে নতুন করে দল ঘোষণা করতে চলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। তাই, এই জেলাকে নিয়ে বর্তমানে বিশেষভাবে চিন্তিত তৃণমূল কংগ্রেস।