Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাতে হাত! গোপনে সাতপাকে বাঁধা পড়লেন তৃণা সাহা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নববধূর সাজে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হিসাবে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘রাজি’-এর ‘দিলবারো’ গানটি ব্যবহার করেছেন তৃণা। তৃণাকে সাধারণতঃ ওয়েস্টার্ন…

Avatar

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নববধূর সাজে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হিসাবে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘রাজি’-এর ‘দিলবারো’ গানটি ব্যবহার করেছেন তৃণা। তৃণাকে সাধারণতঃ ওয়েস্টার্ন আউটফিটে বেশি দেখা যায়। কিন্তু হঠাৎ তাঁর এই নতুন বৌ-এর সাজ দেখে নেটিজেনদের একাংশের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই মনে করতে থাকেন,তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’করলেন। কারণ কিছুদিন আগেই অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা ফটোশুট করেছেন। অনেকেই ভাবতে থাকেন,ওই ফটোশুট হয়তো প্রি-ওয়েডিং ফটোশুট ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৃণা নিজেই ব্যাপারটি খোলসা করেন। তিনি ভিডিওটির নিচে ক্যাপশন দেন। সেই ক্যাপশন অনুযায়ী দেখা যায়,তৃণা সবাইকে গুনগুনের বিয়েতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। এই বিয়ের দৃশ্যটি ছিল ‘খড়কুটো’র দৃশ্য। তবে তৃণার দেওয়া এই মজাদার সারপ্রাইজ নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। তাঁরা তৃণার নববধূর সাজেরও প্রশংসা করেছেন।

প্রসঙ্গত,কিছুদিন আগেই তৃণা ও তাঁর বয়ফ্রেন্ড নীল ভট্টাচার্য পুজো উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন। সেই ফটোশুটে দুজনেই লাল-সাদা রঙের পোশাক পরেছিলেন। এমনকি নীল ও তৃণা দুজনে একটি ডান্স ভিডিও শুট করেন যেখানে তাঁদের দুজনকে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম ‘-এর ‘ফলক তক ‘ গানটির সাথে ডান্স পারফরম্যান্স করতে দেখা যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়া নেটিজেনদের কাছে তৃণা ও নীলের ফটোগুলি প্রশংসনীয় হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। অপরদিকে নীল ভট্টাচার্য অভিনয় করছেন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে। তিনি এই ধারাবাহিকে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

About Author