Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tridha Choudhury: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘ববিতা বৌদি‘, জানেন পাত্র কে?

টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা…

Avatar

টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তারপর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করে। ববি দেওলের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্ত লক্ষ লক্ষ নেটিজেনের রাতের ঘুম উড়িয়েছে। এবার খুব শীঘ্রই এই অভিনেত্রীকে একটি বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে বলে জানা গিয়েছে।

এই অভিনেত্রী ত্রিধা চৌধুরী ধনতেরাসে প্রতিবছর সোনা, রূপা বা হিরে কিনে থাকেন। কিন্তু এই বছরে তিনি কিনছেন সলিটেয়ার। আসলে আগামী বছর এই হট অভিনেত্রী প্রেমিকের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাঁর প্রেমিক ইন্ড্রাস্ট্রির একজন। তবে দীর্ঘদিন ধরে সম্পর্ক চললেও কোনোদিন নিজের মনের মানুষের পরিচয় খোলসা করেননি অভিনেত্রী। এমনকি জানা গেছে যে আগামী বছর একটি গুরুদ্বারায় অনাড়ম্বরভাবে বিয়ে সারবেন ত্রিধা। পাত্র কে তা না জানা গেলেও, আগামী বছর ‘ববিতা বৌদি‘ যে বিয়ে করবেন তা নিশ্চিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপাতত দীপাবলি উপলক্ষে নিজের মুম্বাইয়ের বাড়ি সাজিয়ে তুলেছেন ত্রিধা। দীপাবলী পালনের জন্য দিল্লি যাবেন ত্রিধা। দীপাবলী উপলক্ষ্যে তাঁর হবু স্বামীর উপহার দেওয়া শরারা পরবেন তিনি। পরে অবশ্য ভাইফোঁটা উপলক্ষে অভিনেত্রী কলকাতায় চলে আসবেন। নিজের দুই ভাই ইউকে-তে পড়াশোনা করেন। তাঁরা চলতি বছর ভাইফোঁটায় আসতে না পারলেও ত্রিধা তুতো ভাইদের ফোঁটা দেবেন। এছাড়াও ওই দিন ঠাকুমার হাতের মাটন কষা খাওয়ার জন্য অপেক্ষা করছেন ত্রিধা বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

About Author