Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

OTT-তে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছে, অর্থ উপার্জনের জন্য এই দৃশ্যগুলি দিয়েছে

দুনিয়াটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ধর্মীয় কেলেঙ্কারি যতটা না বেশি হয় তার থেকে বেশি এই নিয়ে প্রচার হয়। একটা আলুর বস্তায় যদি একটা আলু পঁচা থাকে তাকে কেন্দ্র করেই…

Avatar

দুনিয়াটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ধর্মীয় কেলেঙ্কারি যতটা না বেশি হয় তার থেকে বেশি এই নিয়ে প্রচার হয়। একটা আলুর বস্তায় যদি একটা আলু পঁচা থাকে তাকে কেন্দ্র করেই ধরে নেওয়া হয় গোটা আলুর বস্তা টাই খারাপ। সত্যি কি তাই? বিশেষত, আজকের দিনে বেশ কিছু প্রযোজক ও পরিচালক হিন্দু ধর্মকে নিশানা করে নানান ধরনের অপ্রাসঙ্গিক গল্প ফাঁদছেন, যার দুর্দান্ত উদাহরণ হতে পারে সিরিজ ‘আশ্রম’।

আলোচ্য বিষয় শুধু সিরিজ আশ্রম নয়, বরং এই সিরিজে অভিনয় করা ববিতার চরিত্র। হ্যাঁ, আশ্রম’ ওয়েব সিরিজ়ে ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী (Tridha Choudhury)। চরিত্রের প্রয়োজনে বেশির ভাগ সময় তাকে শাড়ি পরে থাকতে হত ঠিকই, কিন্তু শাড়িতেও যে কিভাবে যৌনতায় সুরসুড়ি দেওয়া যায় সেই ব্যাপারে সিদ্ধহস্ত তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

OTT-তে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছে, অর্থ উপার্জনের জন্য এই দৃশ্যগুলি দিয়েছে

একটা সময় টলিউডের অভিনেত্রী ছিলেন ত্রিধা। বাংলায় সফর শুরু করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ২০১৩ সালে ‘মিশর রহস্য’ দিয়ে। এরপর অভিনেত্রীকে পাওয়া যায় ‘যদি লাভ দিলে না প্রাণে’, ‘খাদ’, ‘কাগজের নৌকো, ‘শেষ থেকে শুরু’ এই বাংলা ছবিতে দেখা। এমনকি, ‘আশ্রম’ ছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে।

OTT-তে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছে, অর্থ উপার্জনের জন্য এই দৃশ্যগুলি দিয়েছে

আশ্রম সিরিজের সময় থেকেই ত্রিধাকে সোশ্যাল মিডিয়ায় বেশ সাহসী লুকে দেখা যায়। কখনো বিকিনি লুকে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনো হট ড্রেসে এসে বোঝাতে চাইছেন এটাই ট্রেন্ড বা এভাবেই সাহসী হওয়া যায়। সম্প্রতি, ত্রিধাকে বিভিন্ন লোকেশনে পোজ দিতে দেখা যায়, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কয়েকদিন আগের সেই বঙ্গ তনয়া এখন কতটা হট।

About Author