Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ত্রিধার প্রেমে মজেছেন নিখিল? ‘হট’ অবতারে আগুন ঝরাচ্ছেন সাহসী নায়িকা

পেজ থ্রিতে কখনো নুসরত তো কখনো নিখিল দুই নাম বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। মূলত অভিনেত্রী আর ব্যবসায়ীর তুরস্কে গিয়ে ডেস্টিনেশান বিয়ে, ডিভোর্স, লিভ ইন এসব তথ্য নিয়ে দিন…

Avatar

By

পেজ থ্রিতে কখনো নুসরত তো কখনো নিখিল দুই নাম বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। মূলত অভিনেত্রী আর ব্যবসায়ীর তুরস্কে গিয়ে ডেস্টিনেশান বিয়ে, ডিভোর্স, লিভ ইন এসব তথ্য নিয়ে দিন যত যাচ্ছে ততই জলঘোলা হয়েই চলেছে। গত নভেম্বর মাস থেকেই এই দম্পতি আলাদা থাকা শুরু করেছে। নুসরত নিজের জীবন অনেকটাই গুছিয়ে নিয়েছেন যশের সাথে তবে প্রথমে নুসরতের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছিলেন নিখিল। তবে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নুসরতের নামে ডিভোর্সের মামলা করেন আর তিনি স্পষ্টত বলেই দিয়েছেন নুসরতের অনাগত শিশুর বাবা তিনি নন।

ত্রিধার প্রেমে মজেছেন নিখিল? 'হট' অবতারে আগুন ঝরাচ্ছেন সাহসী নায়িকা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যশ নুসরত তো নিজেদের মতো দিব্যি আছেম কিন্তু নিখিল এইসময় কি কাজে ব্যস্ত? নিখিলের ইন্সটাগ্রাম খুললেই সর্বদা নিজের ফিটনেস ভিডিও বা ছবি পোস্ট করে থাকেন। আবার এই ব্যবসায়ী ব পাহাড়ে একান্তে সময় কাটানোর নানান মুহূর্ত শেয়ার করেই থাকেন। তবে এসবের পাশাপাশি নিখিলের নজর আটকে থাকে আছে আরো এক বাঙালী অভিনেত্রীর উপর। ইনি হলেন রূপসী ত্রিধা চৌধুরি৷ বাংলা সিনেমা আর হিন্দি ধারাবাহিক আর ওয়েব সিরিজে রমরমিয়ে অভিনয় করছেন। এই বঙ্গ তনয়ার অনুগামী সংখ্যা নেহাত কম নয়। ত্রিধা চৌধুরীর অনুরাগীর তালিকায় জ্বলজ্বল করছে আরো একটি নাম। সেই বিশেষ অনুগামী হলেন নিখিল জৈন।

ত্রিধার প্রেমে মজেছেন নিখিল? 'হট' অবতারে আগুন ঝরাচ্ছেন সাহসী নায়িকা

নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরীর বন্ধুত্ব আজকের নয়। বহু বছর ধরেই। তবে দিন কয়েক ধরেই সংবাদ শিরোনামে এই দুজনের নাম এসেছে। শুধু বন্ধু নয় ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একে অপরকে ফলো করেন। সম্প্রতি ত্রিধার একাধিক আগুন ধরানো কিছু উষ্ণময়ী ছবিতে চুপিসাড়ে লাইক দিতে দেখা গিয়েছে ব্যবসায়ী নিখিলকে। অভিনেত্রী ফিটনেস ফ্রিক। অভিনেত্রীর অসাধারণ কার্ভস দেখে অনেক অভিনেত্রী ঈর্ষান্বিত হন। সম্ভবত ত্রিধার আকর্ষণীয় সেই সমস্ত ছবি দেখে নিজেকে সামলাতে পারেন না নিখিল তাই মনে করছেন একাধিক নেটিজেন।

ত্রিধার প্রেমে মজেছেন নিখিল? 'হট' অবতারে আগুন ঝরাচ্ছেন সাহসী নায়িকা

তবে এই নিয়ে ত্রিধা বললেন, নিখিল আর ত্রিধা একই স্কুলে পড়তেন। নিখিল অভিনেত্রীর সিনিয়ার ছিলেন তাই একে অপরের সাথে কিছু কথা বার্তা হয়। তবে এদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তবে দু’জনেই ঘুরতে ভালবাসায় বাঞ্জি জাম্পিং, ডাইভিং, বেড়ানো। তাহলে এই কমোন জিনিস গুলি এখন একে অপরকে নতুন করে আকষ্ট করছে। তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। তবে ভবিষ্যত হয়তো এর উত্তর দিতে পারে। আপাতত অভিনেত্রী নিজের কাজেই মন দিয়েছেন। সর্বশেষ অভিনেত্রীকে ববি দেওলের সাথে আশ্রম ২ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। বাংলাতেও বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন অভিনেত্রী।

ত্রিধার প্রেমে মজেছেন নিখিল? 'হট' অবতারে আগুন ঝরাচ্ছেন সাহসী নায়িকা

About Author