Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে বাঙালি কন্যা ত্রিধা, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

২০১৩ সালে সিনে জগতে পা রেখেছিলেন বাঙালি মেয়ে ত্রিধা চৌধুরি। বাংলা ছবিতে তার অভিনয় দুনিয়ার হাতেখড়ি। তারপর তিনি পাড়ি দেন বলিউডে। সেখানেও যথেষ্ট সাফল্য পেয়েছেন তিনি। স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি…

Avatar

২০১৩ সালে সিনে জগতে পা রেখেছিলেন বাঙালি মেয়ে ত্রিধা চৌধুরি। বাংলা ছবিতে তার অভিনয় দুনিয়ার হাতেখড়ি। তারপর তিনি পাড়ি দেন বলিউডে। সেখানেও যথেষ্ট সাফল্য পেয়েছেন তিনি। স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তহুলিজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ত্রিধাকে।
তবে শুধুমাত্র হিন্দি ও বাংলাই নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের জলবা দেখিয়েছেন ত্রিধা। তামিল, মালয়ালম ও তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় শো ‘ব ব‍্যান্ডিটস’ এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা। এবার এক ওয়েব সিরিজে বোল্ড অবতারে দেখা গিয়েছে ত্রিধাকে।
ওয়েব সিরিজটি নাম ‘আশ্রম ২’। আর এখানে বলিউড অভিনেতা ববি দেওলের সঙ্গে শয্যা-দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে ত্রিধাকে। আর মিশর রহস্যের নায়িকার এই অভিনয় দেখে দর্শকরা বেশ মজেছেন। বয়সের ফারাক রয়েছে ববি দেওল এবং ত্রিধার। কিন্তু অনস্ক্রিন কেমিস্ট্রি সেটা বলছে না। কার্যত নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। এমনকি নেতিজেনদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
About Author