Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিকিট কাটার পরেও ট্রেন মিস হলে চিন্তা নেই, ওই টিকিটেই নিশ্চিতে যান, রেলের এই নিয়ম অনেকেই জানেন না

লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন। কারণ ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য খুব সুবিধাজনক এবং সাশ্রয়ী বলে বিবেচিত হয়। এতে ভ্রমণ যে কোনও সাধারণ যানবাহনের চেয়ে বেশি আরামদায়ক। যাত্রীদের…

Avatar

লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন। কারণ ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য খুব সুবিধাজনক এবং সাশ্রয়ী বলে বিবেচিত হয়। এতে ভ্রমণ যে কোনও সাধারণ যানবাহনের চেয়ে বেশি আরামদায়ক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে অনেক নিয়ম তৈরি করেছে। এমন কিছু জরুরি নিয়ম রয়েছে যেগুলো রেগুলার প্যাসেঞ্জারদের সবাই হয়তো জানেন না।

অনেক সময় কোনো কারণে ট্রেন মিস হয়ে যায়। এমন পরিস্থিতিতে রেলওয়ে আপনাকে সুবিধা প্রদান করে থাকে। নির্ধারিত ট্রেন মিস হয়ে গেলেও টেনশন নেবেন না। এই সমস্যার সমাধান ভারতীয় রেলওয়ের কাছে রয়েছে। এক বা একাধিক ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। নিয়মটা জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Indian Railways

দূরে কোথাও যাওয়ার আগে আমরা আগে থেকে ট্রেনের আসন রিজার্ভ করে রাখি। কিন্তু অনেক সময় সব কিছু প্ল্যান অনুযায়ী হয়নি। টিকিট থাকলেও ট্রেন হয়ে যায় মিস। আপনি হয়তো জানেন না যে ওই একই টিকিট নিয়েই অন্য ট্রেনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আপনি। যদিও এই সময়ে আপনাকে কিছু পরিবর্তন করতে হতে পারে। যাত্রা চালিয়ে যাওয়ার জন্য টিটির সাথে কথা বলতে হবে। তিনি আরও একটি টিকিট তৈরি করে আপনাকে দেবেন। যদি কোনও কারণে আপনার ট্রেনটি মিস হয়ে যায় তবে আপনাকে দুটি স্টেশনের জন্য এটি ধরতে হবে। ততক্ষণ পর্যন্ত টিটি নির্ধারিত আসনটি আপনার নামে বরাদ্দ করে রাখবেন। রেলপথের এই অনন্য নিয়ম সম্পর্কে মানুষ খুব কমই জানে, আপনি যদি ৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ভ্রমণে থাকেন তবে মাঝখানে বিরতি নিতে পারেন, যদি যাত্রা ১০০০ কিলোমিটার হয় তবে দুটি বিরতি নিতে পারেন।

আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন, তখন বোর্ডিং এবং গন্তব্য স্টেশনে নামার তারিখ ছাড়া দুদিনের বিরতি নিতে পারেন। শতাব্দী, জন শতাব্দী এবং রাজধানীর মতো দেশের প্রিমিয়াম ট্রেনগুলিতে এই নিয়মের সুবিধা পাওয়া যাবে না।

About Author