নিউজরাজ্য

চলতি মাসের প্রথম লকডাউন, জেনে নিন আজ কোন কোন ট্রেন বন্ধ

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ : চলতি মাসের প্রথম লকডাউন আগামিকাল। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক লকডাউনের কারণে আগামিকাল রাজ্যে বন্ধ থাকতে চলেছে বিমান এবং রেল পরিষেবা। তবে স্পেশাল ট্রেন বন্ধ থাকলেও চলবে স্টাফ স্পেশাল ট্রেন। আগামীকাল হাওড়া, শিয়ালদহ, মালদহ, শিলিগুড়ি, আসানসোল, খড়গপুর, স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিলবে না ট্রেন।

Advertisement
Advertisement

আগামিকাল বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে থাকছে, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। এছাড়াও বাতিল থাকছে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল, হাওড়া-বারবিল স্পেশাল, বারবিল-হাওড়া স্পেশাল, ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল, শালিমার-পাটনা স্পেশাল, পাটনা-শালিমার স্পেশাল, হাওড়া-যশবন্তপুর স্পেশাল ও যশবন্তপুর-হাওড়া স্পেশাল।

Advertisement

লকডাউনের কারণে পথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশকিছু ট্রেনের। সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশালের ক্ষেত্রে হাওড়ার বদলে আসবে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপেজ থাকছে না হিজলি স্টেশনে। ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি স্পেশাল হিজলি ও পুরুলিয়ায় থামবে না।

Advertisement
Advertisement

সি এস এম টি স্পেশাল ট্রেন এবং হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেনও বন্ধ থাকবে। প্রতিবারের মতন এবার লকডাউনে আর অসুবিধা হবেনা বলে জানিয়েছে রেল মন্ত্রক। কারণ গত বারের লকডাউনে আগে থেকে রেলের সময় নির্ধারিত করা ছিলো না কিন্তু এবার অনেক আগে থেকেই জানানো হয়েছিলো সব নিয়ম বিধি।

 

Advertisement

Related Articles

Back to top button