Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IRCTC: রেলওয়ে একটি নতুন স্কিম শুরু করেছে, এখন যাত্রীরা স্লিপার টিকিট নিয়ে AC-তে ভ্রমণ করতে পারবেন

আপনি যদি স্লিপার করছে ট্রেনের টিকিট বুক করে এসিতে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এখন কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন খুব সহজে আইআরসিটিসি ওয়েবসাইট…

Avatar

আপনি যদি স্লিপার করছে ট্রেনের টিকিট বুক করে এসিতে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এখন কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন খুব সহজে আইআরসিটিসি ওয়েবসাইট ব্যবহার করেই। আজ আমরা আপনাকে ইন্ডিয়ান রেলওয়েজের একটি বিশেষ স্কিম সম্পর্কে জানাতে চলেছি। এই প্রকল্পের মাধ্যমে আপনারা স্লিপার ক্লাসের টিকিট নিয়ে তৃতীয় শ্রেণীতে ভ্রমণ করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন সুবিধাটি অটো আপগ্রেডেশন স্কীম নামে পরিচিত। বর্তমানে রেলওয়ে শুধুমাত্র নিজের সুবিধার জন্য এই প্রকল্পটি শুরু করেছে, যেখানে আপনি ট্রেনের টিকিট খালি থাকলে নিজের টিকিট আপগ্রেড করতে পারবেন।

আসন খালি থাকায় রেলের লোকসান হচ্ছে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেলওয়েতে প্রায়ই দেখা যায় এসি ফার্স্ট ক্লাস এবং এসি সেকেন্ড ক্লাসের সিট প্রায়ই খালি থাকে। এই বার্থগুলি ব্যয়বহুল এবং এই বার্থগুলি খালি থাকার কারণে রেলকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়।

এভাবেই টিকিট আপগ্রেড করা হয়

এই ক্ষতি এড়াতে রেলওয়ে চিন্তাভাবনা করে রেলের অটো আপগ্রেড স্কিম শুরু করেছিল। এতে উপরের শ্রেণিতে কোনো বার্থ খালি থাকলে ওই শ্রেণির নিচের যাত্রীদের টিকিট আপগ্রেড করা হয়।

আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে বুকিংয়ের সময়, রেল জিজ্ঞাসা করবে আপনি আপনার টিকিটে অটো আপগ্রেড পেতে চান কিনা। আপনি যদি হ্যাঁ বিকল্প নির্বাচন করেন তবে আপনার টিকিট আপগ্রেড করা হবে… অন্যথায় এটি ঘটবে না।

About Author