Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tatkal Ticket Booking: পরিবর্তন হয়েছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

যদি ভারতে পাবলিক ট্রান্সপোর্টের কথা বলি, সেক্ষেত্রে সাধারণ মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয় রেল ব্যবহার করে ভ্রমণ করতে। সবচেয়ে কম ভাড়ায় আরামদায়ক ভ্রমণের জন্য ভারতের সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ…

Avatar

যদি ভারতে পাবলিক ট্রান্সপোর্টের কথা বলি, সেক্ষেত্রে সাধারণ মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয় রেল ব্যবহার করে ভ্রমণ করতে। সবচেয়ে কম ভাড়ায় আরামদায়ক ভ্রমণের জন্য ভারতের সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট ব্যবস্থা হয়ে উঠেছে এই রেল। ব্রিটিশ ভারত থেকে শুরু করে আজকের স্বাধীন ভারত, মানুষের চাহিদার কথা মাথায় রেখে দিনের পর দিন এই সেক্টরের প্রভূত উন্নতি সাধন ঘটেছে। আর রেলের পরিকাঠামো গত উন্নয়ন এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিতে বিগত কয়েক বছরে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। যার মধ্যে এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন করেছে রেলওয়ে অফ ইন্ডিয়া।

তৎকাল টিকিট কি?

অনেকেই ভারতীয় রেলের যাত্রা উপভোগ করলেও তৎকাল টিকিট সম্পর্কে ধারনা নেই বেশির ভাগ যাত্রীর। যার ফলে রেলের একটি দূর্দান্ত পরিষেবা থেকে বঞ্চিত হন অনেকেই। যদি কোনো যাত্রী হঠাৎ তার যাত্রা পথ নির্বাচন করেন এবং জেনারেল টিকিট বুকিং করার সময় দেখেন সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, তখন তৎকাল টিকিট হয়ে ওঠে তার যাত্রার হাতিয়ার। যাত্রার মাত্র ১ দিন আগে IRCTC-র ওয়েব সাইট থেকে খুব সহজেই টিকিট বুকিং করতে পারেন যাত্রীরা। সেক্ষেত্রে সাধারণ টিকিটের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয় যাত্রীদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম

ভারতীয় রেলের নিয়ম অনুসারে যাত্রীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার ১ দিন আগে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। যা AC কামরার এতদিন ১০:১৫ মিনিটে বুকিং করা যেত। অন্যদিকে, সাধারণ টিকিটের ক্ষেত্রে ১১:১০ মিনিটে টিকিট ক্রয় করতে পারতেন গ্রাহকরা। তবে এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে। এখন থেকে AC কামরার জন্য তৎকাল টিকিট বুকিং শুরু হবে সকাল ১০:১০ মিনিটে। যা যাত্রীরা IRCTC-র ওয়েবসাইট থেকে যাত্রার আগের দিন ক্রয় করতে পারবেন।

About Author