Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আবহে ট্রেন চড়তে গেলে মানতে হবে এইসব নিয়ম, জানুন

করোনা পরিস্থিতিতে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ ছিলো বহু পরিষেবা। সেই তালিকায় ছিলো বিমান এবং ট্রেন। কিন্তু এক এক করে আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। ভারতে আগের থেকে বেড়েছে…

Avatar

করোনা পরিস্থিতিতে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ ছিলো বহু পরিষেবা। সেই তালিকায় ছিলো বিমান এবং ট্রেন। কিন্তু এক এক করে আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। ভারতে আগের থেকে বেড়েছে করোনা সুস্থতার হার। আশার আলো পেতেই এবার এক এক করে শুরু হচ্ছে সব কিছু। করোনার মাঝেই এবার আস্তে আস্তে খুলছে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান, খুলছে সিনেমা হল এবং আনলক-৫ এ খুলছে আরো অনেক কিছুই।

কিন্তু এবার ট্রেনের ক্ষেত্রে আসছে অনেক নিয়ম টাকার বিনিময়ে শুধু রেডি টু ইট, প্যাকড আইটেম, প্যাকেজড পানীয় জল, চা, কফি, পানীয় পাওয়া যাবে ট্রেনে। এমনকি ট্রেন থেকে জল এবং পানীয় না খাওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে যাত্রীদের। রাতে শোওয়ার জন্য গায়ের চাদর, বালিশ ইত্যাদি আর দেওয়া হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছনোর নির্দেশ দেওয়া হচ্ছে যাত্রীদের। জানানো হয়েছে থার্মাল স্ক্রিনিং-এর পর যাঁদের শরীরে কোভিডের কোনও লক্ষণ দেখা যাবে না, তাঁরাই কেবল ট্রেনে যাত্রা করতে পারবেন। করোনা আবহে স্টেশন এবং ট্রেন, সব জায়গাতেই যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়াও প্রায় প্রত্যেক যাত্রীকে স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

এমনকি গন্তব্যে যাওয়ার পরেও সেখানকার রাজ্য সরকার নির্ধারিত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে প্রতিটি যাত্রীকে। শোনা যাচ্ছে এবার পুজোর আগেই বেশ কিছু ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এখন দেখার বাস্তবে তা কত দূর ফলপ্রসূ হয়।

About Author