Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Trains Fare: রেল ভাড়ায় বিশাল ছাড়, তিন গুণ কমছে ট্রেনের ভাড়া

আপনিও কি নিত্য রেলযাত্রী? তাহলে আপনার জন্য রইল এক চনকে দেওয়ার মতো খবর। লোকসভা ভোট মিটতেই এবার কমতে চলেছে ট্রেনের ভাড়া। এক ধাক্কায় ৩ গুণ ট্রেনের ভাড়া কমতে চলেছে বলে…

Avatar

আপনিও কি নিত্য রেলযাত্রী? তাহলে আপনার জন্য রইল এক চনকে দেওয়ার মতো খবর। লোকসভা ভোট মিটতেই এবার কমতে চলেছে ট্রেনের ভাড়া। এক ধাক্কায় ৩ গুণ ট্রেনের ভাড়া কমতে চলেছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে খবর।

জানা গিয়েছে, ১ জুলাই থেকে ভাড়া কমছে ৫৬৩ লোকাল ট্রেনের। ইতিমধ্যে পাঁচটি ডিভিশন অর্থাৎ আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদকে উত্তর রেলের তরফে নির্দেশিকা পাঠানো হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Local Trains Fare: রেল ভাড়ায় বিশাল ছাড়, তিন গুণ কমছে ট্রেনের ভাড়া

প্রসঙ্গত, করোনার সময় ২০২০ সালে রেল সমস্ত প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেন হিসাবে চালানো শুরু করেছিল, যার কারণে ভাড়া তিনগুণ পর্যন্ত বাড়েছিল, কিন্তু পুরনো ভাড়া বাস্তবায়িত হওয়ায় এখন ন্যূনতম ভাড়া ১০ টাকা হয়ে গেছে। এখন পালওয়াল থেকে নয়াদিল্লির ভাড়া ৩৫ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা হয়েছে, নিজামুদ্দিন থেকে ভাড়া কমিয়ে ১০ টাকা করা হয়েছে।

যাত্রীবাহী ট্রেনের ভাড়া কমানোর দাবি দীর্ঘদিন ধরেই আসছিল। যাত্রী কল্যাণ সমিতিও এই বর্ধিত ভাড়ার বিরুদ্ধে আওয়াজ তুলছিল। অহেতুক অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে তাদের। যাত্রীবাহী ট্রেনের জন্য এক্সপ্রেস ট্রেনের সমান ভাড়া দিতে হয়েছিল তাদের। এতে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের পকেট আলগা হয়ে যাচ্ছিল।

এতদিন এক্সপ্রেস ট্রেন হিসেবে যাত্রীবাহী ট্রেনে ভাড়া নেওয়া হলেও আবারও আগের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের পর আগের চেয়ে দুই থেকে তিনগুণ ভাড়া পরিশোধ করা যাত্রীরা স্বস্তি পেয়েছেন। মুদ্রাস্ফীতির এই সময়ে রেলের টিকিট কমে যাওয়ায় উপকৃত হবেন হাজার হাজার মানুষ। যারা মাত্র ১০ থেকে ১৫ হাজার কাজ করেন। বাধ্য হয়ে বেশি ভাড়া দিতে হয়েছে তাদের।

About Author