নিউজরাজ্য

Train Cancelled: ২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, রইলো পুরো তালিকা

রসুলপুর শক্তিগড় শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে

Advertisement
Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায়। আসলে রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইনের কাজ চলছে। সেই জন্য আজ শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, পরের সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া বর্ধমান মেন এবং কর্ড লাইন বন্ধ থাকবে।

Advertisement
Advertisement

পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে যে রসুলপুর শক্তিগড় শাখায় লাইনের কাজ চলার জন্য হাওড়া বর্ধমান মেন লাইন ও ডাউন কর্ড লাইনে ১২০ মিনিট থেকে ১৮০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তাই এই পরিস্থিতিতে পূর্ব রেল কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। কবে ও কোন ট্রেন বাতিল থাকবে বা কোন ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে, তা বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বর্ধমান থেকে বাতিল ট্রেনের তালিকা:

Advertisement
Advertisement
  • ২৬ আগস্ট, ২৭ আগস্ট, ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৭৮৩৪ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন এবং ৩৭৮৩৬ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন।
  • ২৮ আগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮৩৬ বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন, ৩৬৮৩৮ বর্ধমান হাওড়া লোকাল কর্ড লাইন এবং ৩৬৮৪০ বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন।

হাওড়া থেকে বাতিল ট্রেনের তালিকা:

  • আজ ২৬ আগস্ট এবং আগামী শনিবার ২৭ আগস্ট বাতিল থাকবে ৩৭৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন।
  • এরপর আগামী ২৮ আগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮২১ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন, ৩৫৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন এবং ৩৬৮২৫ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন।
  • ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৭৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন ও ৩৭৮২৫ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন।

সময় পরিবর্তন হওয়ার ট্রেনের তালিকা:

  • আগামীকাল শনিবার ২৭ আগস্ট সকাল ৭:৫৫ এর পরিবর্তে সকাল ১০:১৫ তে আজিমগঞ্জ থেকে ছাড়বে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেস।
  • শনিবার দুপুর ১:৪০ এর ৩৭৮২৮ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন ছাড়বে দুপুর ২ টো তে।
Advertisement

Related Articles

Back to top button