Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled on 31st Jan: আজ হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস ট্রেন, দেশজুড়ে চলবে না ৩৬১ ট্রেন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ৩১ জানুয়ারি, মঙ্গলবার হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় মূলত হাওড়া-বর্ধমান লাইনের লোকাল ট্রেন আছে। চলবে না হাওড়া-রামপুরহাট লাইনের একাধিক ইন্টারসিটি এক্সপ্রেসও। সবমিলিয়ে আজ পুরো দেশে কমপক্ষে ৩৬১ টি ট্রেন বাতিল করা হয়েছে। ভারতীয় রেলওয়ে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করেছে। বিশেষ করে কুয়াশার কারণেই বাতিল হচ্ছে ট্রেনগুলি। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

হাওড়া থেকে বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকা:

১) ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস।

২) ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস।

৩) ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস।

৪) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৫) ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস।

৬) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস।

৭) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস।

৮) ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস।

৯) ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস।

১০) ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস।

১১) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।

About Author