Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: বড় ধাক্কা রেলযাত্রীদের জন্য, বাতিল হচ্ছে ৯৬ টি এক্সপ্রেস ট্রেন, রইল তালিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। তবে বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই ট্রেন বাতিল করা হয়। উৎসবের পর সবাই এখন কাজে ফেরার জন্য অনেক রুটের ট্রেন ব্যবহার করছেন। এবার তাঁরা বড় সমস্যায় পড়তে পারেন। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশগামী যাত্রীদের আগামী কয়েকদিনে অনেক সমস্যায় পড়তে হতে পারে। যাত্রীদের একটি বড় ধাক্কা দিয়ে মধ্য রেলওয়ে অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। বাতিল ট্রেনের তালিকা দেখতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।বাতিল ট্রেনের তালিকা:01025 দাদার-বালিয়া স্পেশাল এক্সপ্রেস- 27/11/23 থেকে 5/1/24 পর্যন্ত। মোট ১৮টি ট্রেন বাতিল।01026 বালিয়া-দাদর এক্সপ্রেস – 29/11/23 থেকে 7/1/24 পর্যন্ত। মোট ১৮টি ট্রেন বাতিল।01027 দাদার গোরখপুর এক্সপ্রেস- 28/11/23 থেকে 7/1/24 পর্যন্ত। মোট 24টি ট্রেন বাতিল।01028 গোরখপুর থেকে দাদার এক্সপ্রেস – 30/11/23 থেকে 9/1/24 পর্যন্ত। মোট 24টি ট্রেন বাতিল।07651 জালনা-ছাপড়া এক্সপ্রেস- 29/11/23 থেকে 3/1/24 পর্যন্ত। মোট ৬টি ট্রেন বাতিল।07652 ছাপড়া জালনা এক্সপ্রেস – 1/12/23 থেকে 5/1/24 পর্যন্ত। মোট ৬টি ট্রেন বাতিল।এছাড়াও প্রচুর ট্রেন ডাইভার্ট করা হয়েছে। সেই তালিকা রইলো নিম্নলিখিত।15017/18 LTT-গোরখপুর এক্সপ্রেস- 26/11/23 থেকে 8/1/2415267/68 LTT – রাক্সউল এক্সপ্রেস – 27/11/23 থেকে 6/1/2411037/38 পুনে-গোরখপুর এক্সপ্রেস- 30/11/23 থেকে 6/1/2411033/34 পুনে-দারভাঙ্গা এক্সপ্রেস- 29/11/23 থেকে 5/1/2418609/10 LTT-রাঁচি এক্সপ্রেস – 29/11/23 থেকে 5/1/2422131/32 পুনে-বারানসী এক্সপ্রেস – 27/11/23 থেকে 3/1/2412791/92 সেকেন্দ্রাবাদ-দানাপুর এক্সপ্রেস- 27/11/23 থেকে 7/1/24
About Author