Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled: ১১ দিন ধরে প্রায় বন্ধ থাকবে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা, চলবে মাত্র কয়েকটি লোকাল ট্রেন

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের…

Avatar

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে আজ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত বন্ধ থাকবে হাওড়া বর্ধমান শাখা। এই ১১ দিনে হাওড়া বর্ধমানের মেন এবং কর্ড লাইনের হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চলবে। বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ট্রেন। আবার কিছু কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজ চলবে। প্রি নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইন, মেন লাইন এবং রিভার্স লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ১ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত হতে পারে সেই ট্রাফিক ও পাওয়ারের ব্লক। এর জেরে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রীতিমতো স্তব্ধ হয়ে যাচ্ছে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা। কোন লোকাল ট্রেন কবে বাতিল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (৫ সেপ্টেম্বর ব্যতিরেকে) হাতেগোনা কয়েকটি হাওড়া বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন এবং হাওড়া বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন ট্রেন চলবে। এছাড়া অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যেও যে ট্রেনগুলি পুরো চলবে তাদের তালিকা হল নিম্নলিখিত:

বর্ধমান-হাওড়া লোকাল ভায়া মেন লাইন: ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২ এবং ৩৭৮৫৪।

বর্ধমান-হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন: ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩২, ৩৬৮৫০, ৩৬৮৫৪ এবং ৩৬৮৬০।

হাওড়া-বর্ধমান লোকাল ভায়া মেন লাইন: ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১।

হাওড়া-বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন: ৩৬৮১৫, ৩৬৮১৯, ৩৬৮২১, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬৮৪৯ এবং ৩৬৮৫১।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া লোকাল ট্রেনের তালিকা:

আপ ৩৭৮১৯ (মেমারিতে সকাল ৮ টা ৪১ মিনিট), ৩৭৮২৫ (মেমারিতে সকাল ১১ টা ৫২ মিনিট), ৩৭৮৩১ (মেমারিতে বিকেল ৪ টে ৪ মিনিট), ৩৭৮৩৫ (মেমারিতে বিকেল ৪ টে ৩৮ মিনিট), ৩৭৮৪৫ (মেমারিতে সন্ধ্যা ৭ টে ৪৫ মিনিট) এবং ৩৭৮৫৩ (মেমারিতে রাত ১০ টা ১৬ মিনিট) লোকাল মেমারি পর্যন্ত যাবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

ডাউন ৩৭৮৩০, ৩৭৮৩৬ এবং ৩৭৮৪২ লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। সকাল ৯ টা ১২ মিনিটে ছাড়বে ডাউন ৩৭৮৩০ লোকাল। ডাউন ৩৭৮৩৬ লোকাল বেলা ১২ টা ৫১ মিনিটে মেমারি থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৫৬ মিনিটে ছাড়বে ডাউন ৩৭৮৪২ লোকাল। এছাড়াও তিনটি হাওড়াগামী তিনটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে – বিকেল ৪ টে ৩০ মিনিট, রাত ৮ টা ৫ মিনিট এবং রাত ১০ টা ৪০ মিনিটে মেমারি থেকে ছাড়বে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

আপ ৩৬৮১৭ (মসাগ্রামে সকাল ৮ টা ৩৭ মিনিট), ৩৬৮২৩ (মসাগ্রামে সকাল ১১ টা ৪৫ মিনিট), ৩৬৮২৫ (মসাগ্রামে দুপুর ১ টা ৯ মিনিট), ৩৬৮২৭ (মসাগ্রামে দুপুর ১ টা ৩৫ মিনিট), ৩৬৮২৯ (মসাগ্রামে দুপুর ৩ টে ১২ মিনিট), ৩৬৮৩৯ (মসাগ্রামে সন্ধ্যা ৭ টা ৪১ মিনিট) এবং ৩৬৮৪৩ (মসাগ্রামে রাত ৮ টা ৩২ মিনিট) লোকাল মসাগ্রাম পর্যন্ত যাবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

ডাউন ৩৬৮৩৮ (মসাগ্রাম থেকে বেলা ১২ টা ১৪ মিনিট), ৩৬৮৪০ (মসাগ্রাম থেকে দুপুর ১ টা ২৮ মিনিট), ৩৬৮৪২ (মসাগ্রাম থেকে দুপুর ২ টো ৪২ মিনিট), ৩৬৮৪৪ (মসাগ্রাম থেকে দুপুর ৩ টে ৪৯ মিনিট), ৩৬৮৫৬ (মসাগ্রাম থেকে রাত ৮ টা ৪৩ মিনিট) এবং ৩৬৮৫৮ (মসাগ্রাম থেকে রাত ৯ টা ৬ মিনিট) ট্রেন মসাগ্রাম থেকে ছাড়বে। সেইসঙ্গে সকাল ৯ টা ১০ মিনিটে হাওড়ার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। আজ (৩ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর (৫ সেপ্টেম্বর ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে।

About Author