Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোবাইল ফোন নিয়ে বড়সড় ঘোষণা করলো TRAI

টেলিকম অপারেটররা নিজেরাই অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকদের কাছ থেকে রিভার্স কল পেতে আগত কল রিংয়ের সময় হ্রাস করছিল। এবার ট্রাই কল রিংয়ের সময়টি পুরোপুরিভাবে স্থির করলো। মোবাইল কল রিংয়ের সময় ৩০…

Avatar

টেলিকম অপারেটররা নিজেরাই অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকদের কাছ থেকে রিভার্স কল পেতে আগত কল রিংয়ের সময় হ্রাস করছিল। এবার ট্রাই কল রিংয়ের সময়টি পুরোপুরিভাবে স্থির করলো। মোবাইল কল রিংয়ের সময় ৩০ সেকেন্ডে এবং ল্যান্ডলাইন এর জন্য ৬০ সেকেন্ড।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ট্রাই শুক্রবার, মোবাইলে ফোন কল রিংয়ের সময়টি ৩০ সেকেন্ড এবং ল্যান্ডলাইন ফোনগুলির জন্য ৬০ সেকেন্ডে স্থির করেছে, যদি গ্রাহকরা কলটির উত্তর না দেয় বা কেটে না দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া ট্রাই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সহ পুরানো অপারেটরদের মোবাইল নম্বর হিসাবে ওয়্যার-লাইন নম্বরকে “অবৈধভাবে” ব্যাবহার করার অভিযোগ করেছে এবং ট্রাই এর বিধি লঙ্ঘন ও লাইসেন্সের নিয়ম লঙ্ঘনের জন্য “কঠোর জরিমানা” দেওয়ার আহ্বান জানিয়েছে।

About Author