Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শেয়ার বাজারে মহাপতন, ৪৫ মিনিটের জন্য বন্ধ শেয়ার বেচাকেনা

গত তিন বছরের মধ্যে আজ সব থেকে নিচে নামলো নিফটি ও সেনসেক্স। নিফটি সূচক এসে দাঁড়িয়েছে ৮৬২৪ পয়েন্টে এবং সেনসেক্স সূচক প্রায় ২৯০০০ পয়েন্টে এসেছে। সেনসেক্স প্রায় ৩০০০ পয়েন্ট নিচে…

Avatar

গত তিন বছরের মধ্যে আজ সব থেকে নিচে নামলো নিফটি ও সেনসেক্স। নিফটি সূচক এসে দাঁড়িয়েছে ৮৬২৪ পয়েন্টে এবং সেনসেক্স সূচক প্রায় ২৯০০০ পয়েন্টে এসেছে।

সেনসেক্স প্রায় ৩০০০ পয়েন্ট নিচে নেমেছে এবং নিফটি প্রায় ৯৫০ পয়েন্ট নিচে নেমেছে। নিফটি ও সেনসেক্স ১০ শতাংশ নিচে নামার ফলে ৪৫ মিনিটের জন্য ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার আবার ১০-০৬ এর পর থেকে খুলবে। টেডিং শুরু হবে ১০-১৪ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৭,২৫০ কোটি টাকা দিয়ে ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার কিনছে SBI

মূলত করোনার জেরেই এই পতন।  বেশ কয়েকদিন আগে করোনা ভাইরাসের জেরে আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটে ,যার ফলে আমেরিকার শেয়ার মার্কেট ১৫ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল। ভারতেও সেই একই ঘটনা ঘটলো। তবে ১৫ মিনিট নয়, তার থেকে ৩ গুন্ বেশি ৪৫ মিনিটের জন্য।

২০০৮ সালের সময় বিশ্বে যে আর্থিক পতন ঘটেছিলো, সেটাই আবার ফিরে আসতে পারে বলে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন। গতকালের থেকে আজ মার্কেট আরও পতন ঘটলো।

About Author