Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৮২০ টাকায় কিনুন Toyata-র ধাসু SUV, এই অফার সীমিত সময়ের জন্য – TOYOTA CAR

জাপানের অন্যতম সেরা ব্রান্ড Toyota এবার গ্রাহকদের জন্য বড় সুযোগ করে দিতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, মাত্র ৮২০ টাকায় বিশ্বমানের গাড়ি অফার করছে জাপানি সংস্থাটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি,…

Avatar

জাপানের অন্যতম সেরা ব্রান্ড Toyota এবার গ্রাহকদের জন্য বড় সুযোগ করে দিতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, মাত্র ৮২০ টাকায় বিশ্বমানের গাড়ি অফার করছে জাপানি সংস্থাটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বিগত কয়েক বছরে জাপানি এই সংস্থাটি একের পর এক ধাসু মডেল লঞ্চ করেছে ভারত তথা বিশ্ব বাজারে। যার ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাস ইতিমধ্যে গ্রাহকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে মেয়েদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে টয়োটার এই গাড়িগুলি।

আজকের নিবন্ধে আমরা আপনাদের টয়োটার যে গাড়িটির অবিশ্বাস্য অফার সম্পর্কে জানাতে চলেছি, সেটি টয়োটা আরবান ক্রুজার হ্যারাইডার। যার কিলার লুক এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে সবার জানা। আপনারা নিশ্চয়ই জানেন, টয়োটার এই গাড়িটিকে ফরচুনার গাড়ির জনক বলা হয়। এর পিছনে বড় কারণ হলো, গাড়িটির শক্তিশালী বৈশিষ্ট্য। কোম্পানির তরফ থেকে সম্প্রতি গাড়িটি নিয়ে বড় অফার ঘোষণা করা হয়েছে। যার পর থেকে টয়োটা আরবান ক্রুজার হ্যারাইডার গাড়িটি ক্রয় করার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজকের নিবন্ধে আমরা আপনাদের সামনে টয়োটা আরবান ক্রুজার হ্যারাইডার গাড়ির অবিশ্বাস্য অফার সম্পর্কে জানাতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজারের সেরা এই গাড়িটির প্রকৃত বিক্রয় মূল্য 12.5 লক্ষ টাকা। যা এখন আপনি EMI-তে ক্রয় করতে পারবেন। বর্তমানে কোম্পানি এই গাড়িটি মাত্র 1-1.5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরে আপনি যদি এই গাড়িটির 5 বছরের জন্য কিস্তি করেন, তবে প্রায় 10% সুদে আপনি বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন। যদি মাসিক কিস্তির কথা বলি , এই গাড়িটি ক্রয় করলে 24-25 হাজার টাকার মাসিক কিস্তি প্রদান করতে হবে আপনাকে। অর্থাৎ প্রতিদিন মাত্র 800-820 টাকা প্রদান করতে হবে গাড়িটি ক্রয় করতে হলে।

About Author