Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন বাম্পার ডিসকাউন্ট, Toyota দিচ্ছে ৮ লাখ টাকা ছাড়

বর্তমানে ভারতের বাজারে পিকআপ ট্রাক অনেকেই কিনতে শুরু করেছেন। আর এই ট্রাকের বাজারে সবথেকে জনপ্রিয় হলো Toyota কোম্পানির Hilux। সম্প্রতি ভারতের বাজারে টয়োটা কিলোস্কার মোটর এই ট্রাকটিকে পেশ করেছিল। নতুনভাবে…

Avatar

বর্তমানে ভারতের বাজারে পিকআপ ট্রাক অনেকেই কিনতে শুরু করেছেন। আর এই ট্রাকের বাজারে সবথেকে জনপ্রিয় হলো Toyota কোম্পানির Hilux। সম্প্রতি ভারতের বাজারে টয়োটা কিলোস্কার মোটর এই ট্রাকটিকে পেশ করেছিল। নতুনভাবে পেশ করার সাথে সাথেই এই ট্রাকের দামেও পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। এই ট্রাকের বর্তমান দাম ৩০.৪০ লক্ষ থেকে, ৩৭.৯০ লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে, এই ট্রাকের নতুন করে বুকিং শুরু হয়েছে এবং লাইফস্টাইল ইউটিনিটি ভেহিকেল হিসেবে ৮ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই ট্রাকের উপর। এই ট্রাক এই মুহূর্তে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই তিনটি ভেরিয়েন্টের নাম যথাক্রমে – স্ট্যান্ডার্ড এমটি, হাই এমটি এবং হাই এটি।

এই ট্রাকে আপনারা ২.৮ লিটারের চার সিলিন্ডার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন পেতে পারেন। ম্যানুয়াল ভেরিয়েন্টের সাথে ২০১ বিএইচপি শক্তি এবং ৪২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে এই ইঞ্জিন। অটোমেটিক ভেরিয়েন্টের সর্বাধিক টক ৫০০ নিউটন মিটার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশনের কথা বলতে গেলে, এতে আপনারা ৪×৪ এর সাথে ৬ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স পেয়ে যাবেন এবং ৬ স্পীড টর্ক কনভার্টার এটির অপশন আপনাদের জন্য রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মার্চ মাসে এই গাড়ির বেস ভেরিয়েন্টের দামে ৩.৬০ লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবং অন্যান্য ভেরিয়েন্ট এর ১.৫ লাখ টাকা দাম বাড়ানো হয়েছিল। এই পিক আপ ট্রাক এই মুহূর্তে একটা ভারী ডিসকাউন্ট এর সাথে আসছে। এটি সাধারণ কোন গাড়ি নয় তাই সাধারণত যারা ব্যবসার সাথে যুক্ত তারাই এই গাড়িটি কিনবেন এবং সেই কারণেই এই গাড়ির দাম কিছুটা বেশি থাকে। এই মুহূর্তে ৮ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই গাড়ির উপর, তবে সেটা কিছু নির্বাচিত ডিলারশিপে থাকছে। তবে জায়গা বিশেষে গাড়ির দাম আলাদা আলাদা হতেও পারে।

About Author