নতুন বছরে ভারতীয় গাড়ির বাজারে আসছে টয়োটার এক চমকপ্রদ সংযোজন। ২০২৫ সালে কোম্পানি নিয়ে আসছে তাদের একেবারে নতুন Toyota 2025 SUV, যা আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে হাজির হবে। পরিবারের আরামদায়ক ভ্রমণ থেকে শুরু করে অফ-রোডিং প্রেমীদের চাহিদা—সব ক্ষেত্রেই এই গাড়িটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। ডিজাইন ও ফিচারের দিক থেকে গাড়িটি বেশ প্রিমিয়াম মানের। এতে থাকছে বড় touchscreen infotainment system, wireless Android Auto ও Apple CarPlay, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং উন্নত কনেক্টিভিটি ফিচার। যাত্রীদের আরাম বাড়াতে যুক্ত করা হয়েছে panoramic sunroof, ventilated seats ও ambient lighting।
নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর। গাড়িটিতে রয়েছে একাধিক এয়ারব্যাগ, ABS with EBD, traction control, 360-degree camera এবং উন্নত ব্রেকিং সিস্টেম। ফলে হাইওয়ে কিংবা শহরের ব্যস্ত রাস্তায়, দুই ক্ষেত্রেই যাত্রীরা পাবেন বাড়তি সুরক্ষা। মাইলেজের দিক থেকেও টয়োটার দাবি নজর কাড়ছে। শহরে গাড়িটি গড়ে ১৪ থেকে ১৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম হবে বলে অনুমান করা হচ্ছে। হাইওয়েতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৮ থেকে ২০ কিলোমিটার প্রতি লিটার। ইঞ্জিন ও গিয়ারবক্স এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পাওয়ার ও ফুয়েল এফিসিয়েন্সি—দুটোই সমানভাবে বজায় থাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইঞ্জিন অপশনের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। নতুন SUV-তে থাকতে পারে ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন ও ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্প। উভয় ক্ষেত্রেই manual এবং automatic gearbox পাওয়া যাবে। এই ইঞ্জিন ১৭০ থেকে ২০০ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, একটি hybrid engine-এর অপশনও থাকতে পারে, যা আরও বেশি শক্তি ও উন্নত মাইলেজ প্রদান করবে। দামের দিক থেকে গাড়িটি ভারতীয় বাজারে ২৫ লাখ থেকে ৩৫ লাখ রেঞ্জে পাওয়া যেতে পারে। ভ্যারিয়েন্ট ও ফিচার অনুযায়ী দাম পরিবর্তিত হবে। এই দামে এটি মিড-সেগমেন্ট থেকে প্রিমিয়াম SUV মার্কেট—দুটোতেই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে।