দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমাগত নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। অবস্থার অবনতি দেখে ফের লকডাউনের ঘোষণা করল তামিলনাড়ু সরকার। এই রাজ্যের চারটি জেলায় পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলি হল চেন্নাই, থিরুভাল্লুর, চেঙ্গলপেট ও কাঞ্চিপুরম। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী
১৯শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত এই লকডাউনের ঘোষণা করেছেন। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সবজি বাজার, হোটেল খোলা থাকলেও তারপর পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলি শুধুমাত্র সকালেই খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও মাসের দুই রবিবার কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সেদিন কোনও দোকানই খোলা যাবে না। সরকারি হিসেব অনুযায়ী তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪৩৫ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪, ৬৬১ জন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগোটা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশেই এই পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী দুইমাসে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লী গুজরাত, উত্তর প্রদেশের অবস্থা খুবই খারাপ হতে পারে। জুন থেকে আগস্টের মধ্যে আইসিইউ বেড ও ভেন্টিলেটরে টান পড়তে পারে। এছাড়া গত ১০ দিনে দেশের ১৫টি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।