Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোটা দেশ এই বাইক নিয়ে পাগল, Apache Pulsar ছেড়ে সবাই কিনছে এই বাইক

নতুন বছর শুরু হতে না হতেই ভারতে দুই চাকার গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় অনেকটা। ফেব্রুয়ারি ২০২৩- এ মোট টু হুইলার বিক্রি হয়েছিল ১১,২৯,৬৬১টি যা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের…

Avatar

নতুন বছর শুরু হতে না হতেই ভারতে দুই চাকার গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় অনেকটা। ফেব্রুয়ারি ২০২৩- এ মোট টু হুইলার বিক্রি হয়েছিল ১১,২৯,৬৬১টি যা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ৭.৬ শতাংশ বেশি। সেই সময় ভারতে দুই চাকার গাড়ি বিক্রি হয়েছিল ১০,৫০,০৭৯টি। মার্চ মাসটি টু হুইলার এবং যাত্রীবাহী যানবাহন শিল্পের জন্য একটি ইতিবাচক মাস ছিল কারণ এই মাসে দুই চাকার গাড়ির বিক্রি আরো বেড়েছে। দুই চাকার ও চার চাকার গাড়ির ক্ষেত্রে ভারতের সবথেকে বড় তিনটি কোম্পানি হিরো মোটোকর্প, টিভিএস এবং সুজুকির বিক্রয় বৃদ্ধি পেয়েছিল এই মাসে। তবে এসব মডেলের বিক্রির পরিসংখ্যান এখনো পর্যন্ত মেলেনি। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সবথেকে সেরা ৯টি বাইক কোনগুলি ছিল।

১. হিরো স্প্লেন্ডার – ২,৮৮,৬০৫টি ইউনিট বিক্রি হয়েছে।
২. বাজাজ পালসার – ৮০,১০৬টি ইউনিট বিক্রি হয়েছে
৩. হিরো এইচএফ ডিলাক্স – ৫৬,২৯০টি ইউনিট বিক্রি হয়েছে।
৪. হন্ডা সিবি শাইন – ৩৫,৫৯৪টি ইউনিট বিক্রি হয়েছে
৫. টিভিএস অ্যাপাশে – ৩৪,৯৩৫টি ইউনিট বিক্রি হয়েছে।
৬. রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ – ২৭,৪৬১টি ইউনিট বিক্রি হয়েছে।
৭. বাজাজ প্লাটিনা – ২৩,৯২৩টি ইউনিট বিক্রি হয়েছে
৮. ইয়ামাহা FZ – ১৭,২৬২টি ইউনিট বিক্রি হয়েছে
৯. রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ – ১২,৯২৫টি ইউনিট বিক্রি হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হিরো স্প্লেন্ডার হয়েছে ভারতের এক নম্বর বাইক। এই বাইকটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হিরোর মোট বিক্রির একটা বড় অংশ দখল করে রেখেছে হিরো স্প্লেন্ডার। এই কোম্পানির মোট বিক্রয় ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মাসে। গত বছরের মার্চ মাসের তুলনায় ২০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বাইকের বিক্রি।

About Author