Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রেখেছেন এই ৬ অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান একটি বিশেষ নাম। ‘রোম্যান্স কিং’ অভিধায় ভূষিত এশিয়ার অন্যতম ধনীতম অভিনেতা তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রাজত্ব আজও অব্যাহত রয়েছে, কাজেই তার সঙ্গে বলিউডে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান একটি বিশেষ নাম। ‘রোম্যান্স কিং’ অভিধায় ভূষিত এশিয়ার অন্যতম ধনীতম অভিনেতা তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রাজত্ব আজও অব্যাহত রয়েছে, কাজেই তার সঙ্গে বলিউডে প্রথম ছবিতে ডেবিউ করা সত্যিই খুব ভাগ্যের বিষয়। এই সুযোগ পেয়েও ছিলেন তৎকালীন বহু উঠতি ও নবাগতা অভিনেত্রীরা, যারা বর্তমানে ইন্ডাস্ট্রিতে বেশ প্রতিষ্ঠিত। আজ সেই সকল অভিনেত্রীর কথাই জেনে নেব, যাদের কেরিয়ারের শুরুটাই হয়েছিল শাহরুখের হাত ধরে।

১) শিল্পা শেট্টি: ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন শিল্পা। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘সীমা’। শিল্পা ছাড়াও ছবির আরও দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ ও কাজল, যারা পরবর্তীতে একটি ‘সুপারহিট কাপল’ হিসেবে পরিচিতি পান এবং শিল্পাও বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন যার মধ্যে ‘ধড়কন’, ‘মে খিলাড়ি তু আনাড়ি’ অন্যতম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) মহিমা চৌধুরি: দার্জিলিং এ জন্মগ্রহন করা এই বঙ্গতনয়া ১৯৯০ সালে ‘মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর তিনি বেশ কিছু অ্যাডফিল্মের অফার পান। অবশেষে ১৯৯৭সালে শাহরুখের বিপরীতে তার প্রথম ছবি রিলিজ হয়, যার নাম ‘পরদেশ’। এই ছবিতে মহিমার চরিত্রের নাম ছিল ‘কুসুম’।

৩) প্রীতি জিন্টা: স্বল্প সময়ের বলিউড কেরিয়ারে বেশ কিছু অসাধারন ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার মিষ্টি হাসিতে আজও ভোলে দর্শকদের মন। সুন্দরী এই অভিনেত্রী তার বলিউড ডেবিউ করেন শাহরুখের বিপরীতে ‘দিল সে’ ছবির মাধ্যমে এবং এই ছবির জন্য সেই বছরের বেস্ট ডেবিউ ফিমেল এর পুরষ্কারটি হাতে পান প্রীতি। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘প্রীতি নাঈয়ার’।

৪) দীপিকা পাডুকোন: ২০০৭ সালে ফারহা খান গ্র্যান্ড প্রেজেন্টেশনে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকাকে কাস্ট করেন। ‘শান্তিপ্রিয়া’ চরিত্রে অভিনয়কারী দীপিকার এটিই ছিল প্রথম ছবি। বর্তমানে দীপিকা বেশকিছু হিট সিনেমা দিয়ে বলিউডের তথাকথিত ‘সুপারস্টার’ তকমাটি ছিনিয়ে নিয়েছেন।

৫) অনুষ্কা শর্মা: বিরাট কোহলির স্ত্রী এবং ইন্ডিয়ান ক্রিকেট অধিনায়কের ‘ফার্স্ট লেডি’ অনুষ্কার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে ‘রব নে বানা দি জোরি’ নামক সুপারহিট ফিল্মের মাধ্যমে। প্রথম ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘তানি সাহানি’। পরবর্তীতে এই জুটি আরও বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

৬) মাহিরা খান: পাকিস্তানি অভিনেত্রী সেদেশে বেশকিছু ছবির কাজ সারলেও তার বলিউডে অভিষেক ঘটে ২০১৭ সালে ‘রেইস’ ছবির মাধ্যমে। শাহরুখের বিপরীতে অভিনয়কারী মাহিরার চরিত্রের নাম ছিল ‘মহসিনা’।

About Author