Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের একসঙ্গে টলিউডের পরিচালক-অভিনেত্রী জুটি প্রতিম-পাওলি

কেয়া সেন : মাছেরঝোল, মির্চি মালিনি, আহারে মন, শান্তিলাল ও প্রজাপতি রহস্য। গল্প আলাদা হলেও, ছবি গুলির মধ্যে অদ্ভুত এক মিল রয়েছে। যে মিল বেশ পছন্দও করেছেন সিনেপ্রেমীরা, তা হল…

Avatar

কেয়া সেন : মাছেরঝোল, মির্চি মালিনি, আহারে মন, শান্তিলাল ও প্রজাপতি রহস্য। গল্প আলাদা হলেও, ছবি গুলির মধ্যে অদ্ভুত এক মিল রয়েছে। যে মিল বেশ পছন্দও করেছেন সিনেপ্রেমীরা, তা হল প্রতিম-পাওলি জুটি।

বারংবার, সম্পর্কের নানা দিক ভিন্ন মোড়কে নিজের ছবির মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। এবার তিনি কাটাছেঁড়া করতে চলেছেন ভালোবাসার দিন কাল নিয়ে। মহরত আগেই হয়ে গিয়েছিল, এবার ১৭ই নভেম্বর থেকে শ্যুটিং ফ্লোরে আসছে ‘লাভ আজ কাল পরশু’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফের একসঙ্গে টলিউডের পরিচালক-অভিনেত্রী জুটি প্রতিম-পাওলি

ছবির কাস্টিং ও বেশ ছকভাঙা। জুটিতে প্রথমবার পর্দায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার কে। ইতিমধ্যেই, মধুমিতার সঙ্গে ওয়ার্কশপ করে পরিচালক জানিয়েছেন- “মধুমিতা খুবই স্বতঃস্ফূর্ত অভিনেত্রী। একই সময়ে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিতে পারে, যেটা আমার পছন্দ হয়েছে”। এতঅব্দি ঠিকই ছিল,তবে মজার ব্যাপার হলো,প্রতিমের এই ছবি কেও সম্পূর্ণ করেছেন পাওলি দাম।

ফের একসঙ্গে টলিউডের পরিচালক-অভিনেত্রী জুটি প্রতিম-পাওলি

মুখ্য চরিত্রে না থাকলেও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলিকে, কল্কি অবতারে। পরিচালকের কথায়, “পাওলি এই ছবির শিরদাঁড়া”। এছাড়া অর্জুন ও মধুমিতা কে দেখা যাবে অভিরূপ ও তৃপ্তির চরিত্রে। ডিসেম্বরের শুরুতেই শেষ হবে ছবি শ্যুটিং। তবে লাভ আজ কাল পরশু রিলিজ কবে করবে, তাতে রয়েছে সাসপেন্স।

About Author