Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইউভানের সঙ্গে প্রথম দীপাবলি, আলোর উৎসবে মেতেছেন শুভশ্রী, ছবি শেয়ার হতেই ভাইরাল

ছেলের সঙ্গে মায়ের প্রথম আলোর উৎসব। উমার আগমনেও মা-ছেলে একসঙ্গে সেলিব্রেট করেন পুজোর পাঁচটা দিন। এবারে এসেছে আলোর উৎসব দীপাবলি। শুভশ্রী তাঁর সমস্ত বাড়ি আলোর মালায় সাজিয়ে তুলেছেন। এইবছর ছেলে…

Avatar

ছেলের সঙ্গে মায়ের প্রথম আলোর উৎসব। উমার আগমনেও মা-ছেলে একসঙ্গে সেলিব্রেট করেন পুজোর পাঁচটা দিন। এবারে এসেছে আলোর উৎসব দীপাবলি। শুভশ্রী তাঁর সমস্ত বাড়ি আলোর মালায় সাজিয়ে তুলেছেন। এইবছর ছেলে ইউভানের সঙ্গে প্রথম দীপাবলির উৎসব সেলিব্রেট করবেন নতুন মা। তাই স্বাভাবিকভাবেই সুপার এক্সাইটেড রাজশ্রী।

ইউভানের সঙ্গে প্রথম দীপাবলি, আলোর উৎসবে মেতেছেন শুভশ্রী, ছবি শেয়ার হতেই ভাইরাল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে একেবারে ঘরোয়া লুকে দেখা গিয়েছে। চোখে চমকাচ্ছে আলোর তারা। একেবারে মেক আপ ছাড়া বেশে ধরা দিয়েছেন রাজ ঘরণী। তিনি নিজেই তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সেজে উঠেছে খুদে ইউভানও। দুর্গা পুজোয় তাঁর গায়ে উঠেছিলো সাদা পাঞ্জাবী। এবার দেখার পালা আলোর উৎসবে কেমন সাজবেন ইউভান।

ইউভানের সঙ্গে প্রথম দীপাবলি, আলোর উৎসবে মেতেছেন শুভশ্রী, ছবি শেয়ার হতেই ভাইরাল

রাজ ঘরণী ক্যামেরার সামনে যতই নিজেকে পরিপাটি করে রাখুন না কেন, নিজের চেনা ঘরে একদম সাধারণ মেয়ের বেশেই থাকেন। এই মাতৃত্বকালীন ছুটি বেজায় উপভোগ করছেন অভিনেত্রী। কখনো ছেলের সঙ্গে খেলছেন তো কখনো রাজের সঙ্গে হালকা রোম্যান্সে ধরা দিয়েছেন তো কখনো পরিবারের সঙ্গে হুল্লোড়ে মেতেছেন।

ইউভানের সঙ্গে প্রথম দীপাবলি, আলোর উৎসবে মেতেছেন শুভশ্রী, ছবি শেয়ার হতেই ভাইরাল

About Author