কালো লেদারের ক্রপ টপ। সঙ্গে কালো জিনস। আর সিলভার বেল্টে অসাধারণ নুসরত। সম্প্রতি মুক্তি পেয়েছে এসওএস কলকাতা’র নতুন গান ‘হার মানব না’। সেই গানেই নুসরত ধরা দিলেন জিরো ফিগারে ও ফ্ল্যাট অ্যাবসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনুসরতের পাশাপাশি লেদার জ্যাকেটে নজর কেড়েছে যশ। দু’জনের ভিন্ন অবতার এই গানে আলাদা পারদ চড়িয়েছে।
এসওএস কলকাতা’র নতুন গান ‘হার মানব না’ র শ্যুটিং চলাকালীন ব্ল্যাক লেদার জ্যাকেটে সবার নজর কেড়েছে যশ-নুসরত। এই গানটি লিখেছেন প্রতীক কুন্ডু। এমনকি ব়্যাপও করেছেন তিনি। গানটি গেয়েছেনফারহাদ ভিওয়ান্ডিওয়ালা, অর্পিতা দাস, প্রতীক কুন্ডু।
করোনার মধ্যেই এই ছবির শ্যুটিং হয়। যশ ও নুসরত ছাড়াও মিমি চক্রবর্তী রয়েছেন এই মুভিতে। তবে, নুসরতের থেকে চোখ ফেরানো মুশকিল।
‘হার মানব না’ ইতিমধ্যেই লেটেস্ট ক্যাচি গানের তালিকায় এসে গিয়েছে। পাশাপাশি ফুটে উঠেছে যশ দাশগুপ্ত এবং নুসরতের অভিনব স্টাইল।