এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রির না করা সব অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মধুমিতা সরকার। সিরিয়ালের হাত ধরে এই বছরই বাংলা সিনেমায় হাতেখড়ি হয়েছে এই অভিনেত্রীর। তার ছবি লাভ আজকাল পরশুর পর আবার ফটোশ্যুটে ধরা দিলেন মধুমিতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমাঝে মাঝে ইন্সটা এবং ফেসবুকে তার হট অবতার আমাদের চোখে পড়ে। এবার মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবির জন্য সম্প্রতি তিনি শ্যুটিংও শুরু করে দিয়েছেন। আগের থেকে অনেক বেশি খোলামেলা ছবিতে স্বচ্ছন্দ্য মধুমিতা। পুজোর আগেই নতুন ফটোশ্যুটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা। তার ছবি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বরাবরই তিনি ছক ভাঙ্গা ছবি আপলোড করে ভক্তদের মনে ঝড় তোলেন।
View this post on Instagram
Morning vibes #InternationalCoffeeDay☕☕ . ?@kaustavsaikia ?@sumanmakeupartist ?@tamashreeroy
সম্প্রতি হট প্যান্টে একটি ছবি আপলোড করেছেন মধুমিতা । যেখানে উন্মুক্ত উরুতে তাঁর ট্যাটু স্পষ্ট ফুটে উঠেছে। যেই ছবি ইতিমধ্যেই ইন্সটাগ্রামে ব্যপক জনপ্রিয় হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই ছবি।