Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ দিনভর চলবে বৃষ্টি! তবে এই বৃষ্টির রেশ কতদিন? কী জানালো আবহাওয়া দপ্তর?

দুর্গাপুজো দোরগোড়ায় এসে পড়লেও বর্ষাসুরের হাত থেকে আপাতত রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বাঙালির। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর মাত্র কয়েকটা দিন…

Avatar

দুর্গাপুজো দোরগোড়ায় এসে পড়লেও বর্ষাসুরের হাত থেকে আপাতত রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বাঙালির। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই বাঙালির সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। কিন্তু শরতের আকাশে এখনো রয়েছে অবাধ বিচরণ। কিছুতেই থামছেনা এই বৃষ্টি। সোমবার পর্যন্ত কলকাতা সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহালয়াতেই একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তারপরই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়-সহ ভারী এবং অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

তবে এই বৃষ্টির রেশ পুজোর মূল চার দিন পর্যন্ত থাকার সম্ভাবনা কম। কিন্তু তখন যদি বৃষ্টি কমেও আসে, তবু শরতের খটখটে আকাশ পাওয়া কঠিন।

About Author