আমাদের চেতনা শক্তির মূল উৎস সূর্য দেব, আর সূর্যদেবর পূজা রবি বারে করলে সূর্য দেব বেশি সন্তুষ্ট হন। তাই আজ সূর্য দেবের পূজা করলে সূর্যদেবের কৃপা দৃষ্টি আমাদের উপর সর্বদা বাজিয়ে থাকবে অর্থাৎ আমাদের কল্যাণ হবেই।
পূজার নিয়মানলি: সকালে স্নান করে দুই হাতের পাতা একত্রিত করে হাতের পাতায় জল নিয়ে সূর্য দেবের দিকে তাকিয়ে সেই জল ঢালতে হবে আর নিচে দেওয়া মন্ত্ৰ জপ করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।