Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ, জেনে নিন কোথায়, কিভাবে দেখা যাবে

এ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি দেখা গিয়েছিল জানুয়ারি মাসে। একই বছরের মধ্যে এবার দ্বিতীয় বারের জন্য দেখা যাবে আজ ৫ ই জুন। শুক্রবার রাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই…

Avatar

এ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি দেখা গিয়েছিল জানুয়ারি মাসে। একই বছরের মধ্যে এবার দ্বিতীয় বারের জন্য দেখা যাবে আজ ৫ ই জুন। শুক্রবার রাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি। দীর্ঘ সময় ধরে দেখা গ্রহণ। ৫ ই জুন চন্দ্রে গ্রহণ লাগার পর তা ছাড়বে পরদিন ৬ ই জুন। ৫ ই জুন ভারতীয় সময় রাত ১১ টা ১৫ মিনিটে শুরু হবে গ্রহণ। চলবে ৬ ই জুন রাত ২ টা ৩৪ মিনিট পর্যন্ত। মধ্যরাত ১২ টা ৫৪ মিনিটে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণের প্রভাব।

ভারতের পাশাপাশি রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকার মানুষ এই গ্রহণ দেখতে পাবেন। এটাই এ বছরের শেষ চন্দ্রগ্রহণ নয়। এরপর আবারও চন্দ্রগ্রহণ দেখা যাবে জুলাই ও নভেম্বর মাসে। এই গ্রহণ দেখা যাবে খালি চোখেও। এতে চোখের কোন সমস্যা না হলেও টেলিস্কোপের সাহায্যে দেখলে আরও বেশি স্পষ্ট দেখা যাবে গ্রহণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই চন্দ্রগ্রহণ আসলে উপচ্ছায়া গ্রহণ। এতে চাঁদের আকারের পরিবর্তন তেমন দেখা যাবে না। শুধুমাত্র একটু হালকা হবে চাঁদের রং। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এলেও একই সরলরেখায় না থাকলে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হয়। এতে আঁধার নেমে আসে না, শুধু ফ্যাকাশে দেখায় চাঁদকে।

About Author