কলকাতা: ২৩ জানুয়ারি (January) শেষবার বেড়েছিল সোনার (Gold) দাম। তারপর থেকে সোনার দামে পতন অব্যহত। আজ, বুধবার (Wednesday) ফের বেশ কিছুটা কমেছে সোনার দর। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় (Kolkata) কত যাচ্ছে সোনার দাম…
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৮৬৬ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৮৪৯ টাকা। ২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৬৬০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৮ হাজার ৪৯০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ১৩৬ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫ হাজার ১১৯ টাকা। ২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার ৩৬০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫১ হাজার ১৯০ টাকা।