Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেনে নিন তার কর্মসূচি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজকে বাংলা সফরে আসার কথা। তিনি আজ রাতের মধ্যেই কলকাতায় এসে পরবেন। তারপর কলকাতায় এসে রাজারহাট নিউটাউনের একটি হোটেলে থাকবেন বলে জানা গিয়েছে। আবার কাল অর্থাৎ…

Avatar

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজকে বাংলা সফরে আসার কথা। তিনি আজ রাতের মধ্যেই কলকাতায় এসে পরবেন। তারপর কলকাতায় এসে রাজারহাট নিউটাউনের একটি হোটেলে থাকবেন বলে জানা গিয়েছে। আবার কাল অর্থাৎ ৫ নভেম্বর সকালে তিনি হেলিকপ্টারে চড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। জানা গিয়েছে এইবারের বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি ঠাসা। তিনি এই সফরে যেমন বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ২০২১ ভোট নিয়ে আলোচনা করবেন ঠিক তেমন তিনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে তাদের সমস্যার ব্যাপার নিয়ে কথা বলবে বলে জানা গিয়েছে।প্রথমে ঠিক ছিল অমিত শাহ সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে বাঁকুড়া রবীন্দ্রভবনে বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ভোটের জন্য বৈঠক করবেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি কর্মসূচি পরিবর্তন করে আজ রাতে কলকাতায় আসছেন। আজ বুধবার রাতে কলকাতা পৌঁছে রাজারহাটের হোটেলে তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন প্রমুখদের সাথে বৈঠক করতে পারেন।কাল,নভেম্বর ৫ তারিখে তিনি বর্ধমান ও মেদিনীপুর জোনে বৈঠকে যাবেন। সেখানে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামের নেতাদের উপস্থিত থাকার কথা। বৈঠক করে তিনি আবার নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন। এছাড়াও ৬ তারিখ কলকাতায় ফিরে কাজ শেষ হয়ে গেলে তার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার কথা। সেখান থেকে তিনি যাবেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। তারপর তার একজন উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনাও আছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই অবশ্য অমিত শাহ দিল্লি ফিরে যাবেন।
About Author