Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠছে দেশ, কীভাবে এল এই সাফল্য, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভারতে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা তা সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। ভারতের জনসংখ্যার উপর ভিত্তি করে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা করেছিলেন…

Avatar

বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভারতে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা তা সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। ভারতের জনসংখ্যার উপর ভিত্তি করে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা করেছিলেন তাঁরা। তবে, সেই পরিস্থিতি রুখে দিতে পেরেছে ভারত। সরকারের নেওয়া পদক্ষেপ এই দিক থেকে বেশ কার্যকর হয়ে উঠেছে বলে মনে করেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, করোনার ধাক্কা সামলে উঠতে পেরেছে দেশ। একইসঙ্গে, দেশের সুস্থতার হার আশাপ্রদ বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা রুখতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তার সব ক’টি গ্রহণ করেছে কেন্দ্র সরকার।

এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘বর্তমানে ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন যে, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে তা ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু বর্তমানে অন্যান্য অনেক করোনা আক্রান্ত দেশের থেকে ভারতের পরিস্থিতি সন্তোষজনক।’ ভারতের মতো একটি জনবহুল দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে পাওয়া গেল সাফল্য, সে বিষয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘লকডাউনের মাধ্যমেই করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সাফল্য পেয়েছে ভারত।’ শুধু তাই নয়, করোনা বিরুদ্ধে লড়তে যা যা করা দরকার তার সব ক’টি পন্থায় অবলম্বন করেছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন তিনি। করোনা নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author