পলিটিক্সরাজ্য

বিধানসভা ত্রিশঙ্কু হলে মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে জোট করবেন, হুঙ্কার বামফ্রন্টের

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এদিন ঘোষণা করে দিলেন, যদি বিধানসভা ত্রিশঙ্কু হয় তাহলে মুখ্যমন্ত্রী কুরসী বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যাবেন।

Advertisement
Advertisement

বিজেপি এবং তৃণমূল ছাড়া বাংলার ভোটের শক্তিশালী অংশগ্রহণ করবে সংযুক্ত মোর্চা। এবার এমনটাই দাবি করলেন এই মোর্চার দুই বড় নেতা সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) এবং অধীর চৌধুরী (Adhir Chowdhury)। আর আরো একধাপ এগিয়ে গিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এদিন ঘোষণা করে দিলেন, যদি বিধানসভা ত্রিশঙ্কু হয় তাহলে মুখ্যমন্ত্রী কুরসী বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যাবেন।

Advertisement
Advertisement

এরকম দাবি করার পর সীতারাম ইয়েচুরি বললেন, “ত্রিশঙ্কু হলে কি হবে? মুখ্যমন্ত্রী কে জিজ্ঞেস করুন। গত ১০ বছরে একাধিকবার বিজেপির সঙ্গে সমঝোতা করে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস।বাংলায় বিজেপিকে ডেকে আনা পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর ত্রিশোনকু হলে মুখ্যমন্ত্রী কি করবেন এবারে? কুর্শি বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করতে উদ্যত হবেন তিনি।”

Advertisement

তিনি এদিন জোটের শ্লোগান বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, “ধর্মের সঙ্গে ধর্ম লড়িয়ে দিয়েছে বিজেপি তৃণমূল। লুটপাটের নয়, জনহিতকর সরকার চাই বাংলায়। জনহিত মানে জমি, চাকরি এবং জীবনের নিরাপত্তা।” এছাড়াও সীতারাম ইয়েচুরি বলেছেন, “বাংলায় খুব শীঘ্রই পরিবর্তন আসছে এবং সেটা আনবে এই জোট।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button