Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anubrata Mandol: আচমকা প্রবল শ্বাসকষ্ট অনুব্রত মণ্ডলের, তড়িঘড়ি আনা হচ্ছে কলকাতায়

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দুপুরের দিকে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় আনা হচ্ছে। তাকে কলকাতায় অ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হতে পারে। জানা…

Avatar

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দুপুরের দিকে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় আনা হচ্ছে। তাকে কলকাতায় অ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হতে পারে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের গত দু’দিন ধরে জ্বর ছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে তার হঠাৎ করেই তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তারপর তৃণমূল নেতার চিকিৎসকরা তাকে বোলপুরে রেখে ঝুঁকি নিতে চাননি। তিনি এখনও অব্দি করোনা আক্রান্ত নাকি সেই বিষয়ে কিছু জানা যায়নি। তাকে বর্তমানে তড়িঘড়ি কলকাতায় চিকিৎসার জন্য আনা হচ্ছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে একের পর এক দলীয় নেতা এই রোগের কবলে পড়েছেন। তারমধ্যে অনুব্রত মণ্ডল যে কোন বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। বারংবার মাঠে নেমে মানুষের সাথে দেখা করে তিনি সমস্যা সমাধান করার চেষ্টা করেন। তাহলে সাধারণ মানুষের কাজ করতে গিয়ে কি করোনা আক্রান্ত কেষ্ট দা? কলকাতায় আনার পর তার করোনা টেস্ট করানো হবে। তার সাথে বোলপুর থেকে কলকাতায় আসছে তার মেয়ে। দুপুরের দিকে প্রবেশ শ্বাসকষ্ট হওয়ার পরেই তাকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সূত্র মারফত জানা গিয়েছে কলকাতায় এসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে। তিনি প্রায় দু-তিন চেকআপের জন্য এই হাসপাতালে এসে থাকেন। তার হাই সুগার এবং প্রেসারের সমস্যা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু গত দু’দিনে জ্বর এবং প্রবল শ্বাসকষ্টে ধরাশায়ী হয়েছেন। দলের বিভিন্ন নেতা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

About Author