Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভেন্দুর কনভয় আটকে বিক্ষোভ নন্দীগ্রামে, খন্ডযুদ্ধ তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। কিন্তু এরই মাঝে গতকাল বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল নন্দীগ্রামে গ্রামবাসীদের শুভেন্দু অধিকারীর…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। কিন্তু এরই মাঝে গতকাল বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল নন্দীগ্রামে গ্রামবাসীদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করার ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু কালকের রেশ কাটতে না কাটতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের নন্দীগ্রামের সোনাচূড়ায় বিক্ষোভের মুখে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়। গ্রামবাসীরা তার গাড়ি ঘিরে ধরে। তাকে দেখানো হয় কালো পতাকা। এছাড়া গ্রামবাসীরা সমবেত স্লোগান শুরু করে, “চোর, চোর, শিশির অধিকারীর ছেলে চোর।”

গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সাথে বচসা বাধে স্থানীয় বিজেপি সমর্থকদের। তবে বচসা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পরিণত হয়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্রে পরিণত হয় নন্দীগ্রামের সোনাচূড়া। এই ঘটনায় দুই পক্ষের বেশকিছু মানুষ গুরুতর আহত হয়। সবাইকে বর্তমানে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাচূড়া মোড়ে জুতো ও ঝাঁটা হাতে শুভেন্দু অধিকারীর গাড়ি ব্লক করে গ্রামবাসীরা। তারা সমবেতভাবে দুর হটো স্লোগান দেয়। বিক্ষোভকারীদের মধ্যে অনেক মহিলা সমর্থকও ছিল। কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীদের সাথে তাদের হাতাহাতি লেগে যায়। তাতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর ও ভূতার মোড়ে এক মহিলাসহ ৩ জন তৃণমূল সমর্থক আহত হন। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার প্রসঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, “দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আমি পুলিশকে সব কথা জানাবো। এছাড়াও দিল্লিতে ঘটনার বিস্তারিত বিবরণ দেবো। তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজ চলতে দেওয়া চলবে না। রাজ্যজুড়ে শুধু অরাজকতা চলছে। এর শেষ করতে হবে। আমাদের যুবনেতার মাথা ফেটেছে আজ। এইসব মেনে নেওয়া যাবে না।”

About Author