বাংলা সিরিয়ালবিনোদন

বৌমার ইমেজ ভেঙে বোল্ড লুকে নজর কাড়লেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, মুগ্ধ নেটিজেনরা

Advertisement

তিয়াসা রায় (Tiasa Roy) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই তিয়াসা নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে ‘কৃষ্ণকলি’ শ‍্যামার রূপে দেখতে সবাই অভ্যস্ত হলেও তিয়াসা বারবার ছক ভেঙে দিতে ভালোবাসেন। লকডাউনের ফলে শুটিং বন্ধ থাকলেও ছবি শেয়ার করা বন্ধ করেননি তিয়াসা। সম্প্রতি লেহেঙ্গা-চোলি পরা একটি ছবি শেয়ার করেছেন তিয়াসা।

ছবিটি ব্রাইডাল ফটোশুট হিসাবে তোলা হলেও ছবির স্টাইলাইজেশন সম্পূর্ণ ব্রাইডাল নয়। গোল্ডেন নেটের চোলি ও হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরে তিয়াসাকে যথেষ্ট সুন্দর লাগছিল। তার সঙ্গে মানানসই করে তিয়াসা পরেছেন কুন্দনের গয়না। নেটিজেনদের কাছে তিয়াসার এই লুক প্রশংসিত হয়েছে।

অভিনয়ে আসার আগেই তিয়াসার বিয়ে হয়ে গেছে সুবান রায় (suban Roy)-এর সাথে। তিয়াসার সঙ্গে সুবানের সংসারে প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীকালে অভিনেত্রী হিসাবে তিয়াসার জনপ্রিয়তা তাঁদের মধ্যে অশান্তির কারণ হয়ে ওঠে। তিয়াসার মা সুবানের সঙ্গে তিয়াসার বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিয়াসা ও সুবান নিজেদের মধ্যে মিটমাট করে নেন। এমনকি গত বছর তাঁরা দুজনে বিবাহ বার্ষিকীও পালন করেন। তাঁদের বিবাহ বার্ষিকীর থিম ছিল নীল। নীল রঙের শাড়িতে সেজেছিলেন তিয়াসা। সুবান সেজেছিলেন নীল রঙের পাঞ্জাবীতে। এমনকি বিবাহ বার্ষিকীর কেকের রঙ ছিল নীল। তবে লকডাউনের কারণে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ঘরোয়াভাবেই হয়েছিল। এরপর থেকেই তিয়াসাকে দেখা যায়, সুবানের সঙ্গে একাধিক ইন্সটাগ্রাম রিল শেয়ার করতে। কিন্তু সুবান ক্যামেরা ফ্রেন্ডলি নন। তাই রিলগুলিতে তাঁর অ্যাকটিভিটি যথেষ্ট কম থাকে।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ নিয়েছে কুড়ি বছরের লিপ। এই মুহূর্তে সিরিয়ালের নায়িকা শ‍্যামা এখন প্রৌঢ়া। সিরিয়ালে প্রবেশ করেছে শ‍্যামা ও নিখিলের একমাত্র মেয়ে কৃষ্ণা। সেও তার মায়ের মত ভজন গায়। ইতিমধ্যেই‘কৃষ্ণকলি’-তে শ‍্যামা ও নিখিলের পুনর্বিবাহের দৃশ্যায়ণ হয়েছে। শ‍্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায় (Tiasa Roy) এবং নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Nil bhattacharya)।

Related Articles

Back to top button