সম্প্রতি পর্দার শ্যামা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রেন্ডিং গান ‘সামি সামি’র সাথে ইনস্টারিল বানিয়েছেন। সম্ভবত শুটিং পাড়াতেই বানিয়েছেন ভিডিওটি। বেগুনি রঙের একটি আনারকলিতে ও ঘি রঙের নেটের ওড়নার সাথে খোলা চুলে, হালকা সাজে, মানানসই গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। নিঃসন্দেহে তাকে দেখতে বেশ লাগছিল। সম্প্রতি এই পোশাকেই পুষ্পার ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানিয়ে আবারো নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝেই ভাইরাল হয়েছেন তিয়াসা। তার এই ভিডিওতে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরাও।কয়েকদিন আগে জি বাংলার ‘রান্নাঘর’এর সঞ্চালিকা হিসেবে দেখা মিলেছিল তার। বিশেষ কিছু রান্না নিয়ে বিশেষ কিছু এপিসোডের সঞ্চালিকা হয়ে এসেছিলেন অভিনেত্রী। তবে সেই নিয়ে বিবাদ কিছু কম হয়নি নেটিজেনদের মধ্যে। তার অনুরাগীরা তাকে টেলিভিশনের পর্দায় পুনরায় ফিরে পেয়ে খুশি হলেও অনেকেই সুদিপার জায়গায় তাকে মেনে নিতে চাননি। তবে তিনি নিজের দায়িত্ব যথেষ্ট ভালভাবেই পালন করেছেন, তা নিঃসন্দেহেই বলা চলে।
Tiyasha Roy: খোলা চুল, হালকা সাজে পুষ্পার গানে তুমুল নাচ ‘শ্যামা’ তিয়াসার, মুহূর্তে ভাইরাল নাচের ভিডিও
তিয়াসা রায় টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'র হাত ধরেই অভিনয়ে জগতে ডেবিউ ঘটেছে তার। গত তিনবছর ধরে টেলিভিশনের পর্দায় শ্যামার চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন…

আরও পড়ুন