জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র মূল চরিত্রে রয়েছেন তিয়াশা রায়। আজ নীল শাড়িতে একদম ঝাঁ চকচকে লুক্স নিয়ে হাজির হয়েছেন নিজের ইন্সটাগ্রাম পেজে। একদম ডিপ নীল রঙের শাড়ি পড়েছেন ওয়েস্টার্ন স্টাইলে, অসম্ভব সুন্দর একটা মেক আপ নিয়েছেন তিয়াশা। এইরকম বোল্ড লুকে তিয়াশাকে আগে কখনো দেখা যায় নি।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিউজ রিডার হতে চেয়েছিলেন অভিনেত্রী। মাস কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছিলেন, কিন্তু থিয়েটার তাঁর মন প্রাণ ছিনিয়ে নেয়। এই থিয়েটার থেকেই থেকেই অভিনয়ে পা রাখা তিয়াশা রায়ের।
View this post on Instagram
ধারাবাহিকের শ্যামার মতন তিয়াশা নিজেও কৃষ্ণপ্রেমী।
View this post on Instagram
সম্প্রতি একটি ফটোশ্যুটের জন্য তিনি নিজেকে একদম অন্য ধাঁচে মেলে ধরেছেন। নীল ড্রেসে তিয়াশাকে কিন্তু অদ্ভুত সুন্দর লেগেছে।