টলিউডবিনোদন

Tiyasha Lepcha: ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকার শর্ট ড্রেসে দুর্দান্ত নাচ, শাড়ি ছেড়ে বোল্ড লুকে কৃষ্ণকলি

×
Advertisement

বাংলা টেলিভিশনের জগৎ’এর অন্যতম পরিচিত নাম তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিয়াসা। ‘কৃষ্ণকলি’র শ্যামা চরিত্র নিঃসন্দেহে তাকে দর্শকদের মাঝে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মাঝে বেশ কয়েকমাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এই মুহূর্তে স্টার জলসার পর দেয় আবারো দেখা মিলেছে অভিনেত্রীর। অবশ্য মাঝে জি বাংলার ‘রান্নাঘর’এর বেশ কিছু বিশেষ পর্বে সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাকে।

Advertisements
Advertisement

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। এই ধারাবাহিককেও তার বিপরীতে দেখা মিলছে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ নীল ভট্টাচার্যকে। ‘কৃষ্ণকলি’তেও পর্দায় জুটি হিসেবে দেখা মিলেছিল তাদের। দর্শকদের মাঝে নিখিল ও শ্যামা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত ‘বাংলা মিডিয়াম’এর সাধারণ শিক্ষিকা হিসেবেই দর্শক মাঝে পরিচয় তার। তবে সম্প্রতি সেই শিক্ষিকারই ওয়েস্টার্ন লুক দেখে চোখ কপালে নেটিজেনদের।

Advertisements

Advertisements
Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ ভালই সক্রিয় তিয়াসা লেপচা। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। থেকে থেকে শুটিং ফ্লোর থেকে একাধিক ঝলকও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। পাশাপাশি এই মুহূর্তে অফিসিয়ালি ভ্লগিংও করেন তিনি। তবে এই মুহূর্তে নিজের বানানো সাম্প্রতিক ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিয়াসা।

সম্প্রতি অভিনেত্রীকে একটি সুসজ্জিত ঘরে একেবারে মর্ডান ওয়েস্টার্ন লুকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। ভিডিওতে জাম রঙের ওয়ান সাইডেড অফ-শোল্ডার শর্ট ড্রেসে ছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে হাতে ঘড়ি পরেছিলেন তিনি। শাড়ি ছেড়ে ভিডিওতে শর্ট হেয়ারে নিজের বোল্ড লুক ক্যারি করতে দেখা গিয়েছে তিয়াশাকে। ‘ভিডিও বানা দে’র তালেই রিল বানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন ‘রেডিও বাজা দে রে’। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই নিজের ভক্তদের মাঝে চর্চিত বাংলা মিডিয়ামের শিক্ষিকা।

Related Articles

Back to top button