Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tiyasha Roy: স্বামীকে না পেয়ে পর্দার শ্যামা ভাসুরকে নিয়েই বানালেন ইনস্টারিল, ভাইরাল ভিডিও

তিয়াসা রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াসা। তিনি নিজের অভিনয় দক্ষতার জন্যই খুব অল্পসময়ের মধ্যে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। পর্যায়ে তার অভিনয়…

Avatar

By

তিয়াসা রায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াসা। তিনি নিজের অভিনয় দক্ষতার জন্যই খুব অল্পসময়ের মধ্যে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। পর্যায়ে তার অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল অনেকের। এই মুহূর্তে রিল লাইফ হোক কিংবা রিয়েল লাইফ দুই জায়গাতেই তার অনুরাগীর সংখ্যা রয়েছে অনেক। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা উল্লেখ করার মতো।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া হল এমন একটা মাধ্যম যার সাহায্যে সমস্ত ধরনের তারকারা নিজেদের অনুরাগীদের সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা তিয়াসা রায় বেশ জনপ্রিয়। অভিনেত্রী প্রায়ই নিজের বানানো রিল ভিডিও ও বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন তার অনুরাগীদের এবং সকল নেটনাগরিকদের সাথে। শুটিংয়ের ফাঁকে নিজের ধারাবাহিকের সহকারি অভিনেতা-অভিনেত্রীদের সাথে রিল ভিডিও বানাতে দেখা যায় পর্দার শ্যামাকে। অবশ্য প্রায় সময়ই একা একাই রিল ভিডিও বানান তিনি। তার ভিউজও হয় অনেক। সম্প্রতি অভিনেত্রী ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অনস্ক্রিন ভাসুরের সাথে রিল ভিডিও বানালেন, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে পর্দার শ্যামার অনস্ক্রিন স্বামী নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য এখন ব্যস্ত রয়েছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’র শুটিং নিয়ে। এর আগে নীলের সাথে বেশ কয়েকটা রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তারা কাজের ফাঁকে ফাঁকেই এমন ধরনের রিল ভিডিও বানাতেন। তবে স্বামীকে না পেয়ে এবার পর্দার শ্যামা নিজের অনস্ক্রিন ভাসুরের সাথেই বানালেন রিল ভিডিও। সেই ভিডিওগুলি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে যা তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। বলাই বাহুল্য, ভিভান ও তিয়াসার বানানো এই রিল ভিডিওগুলি বেশ মনে ধরেছে নেটিজেনদের।

সম্প্রতি অভিনেত্রী যে রিল ভিডিওগুলি শেয়ার করেছেন সেখানে অভিনেত্রীকে একটি শর্ট জিন্সের স্কার্ট ও হালকা বেগুনি রঙের ফুলহাতা টপ পরতে দেখা গিয়েছে। অন্যদিকে ভিভানকে ব্লু জিন্স, হলুদ টি শার্ট ও কালো হাফ জ্যাকেটে দেখা গিয়েছে। সম্প্রতি ‘জানে কিউ দিলি ইয়ে কেহেনে লাগা হে, আব তো তু দিল মে রেখেছে লাগা হে’ এই গানের সাথে বানানো ভিভান ও তিয়াসার রিল ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে।

About Author