Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঝিলিক ঝড়ে মাতল সোশ্যাল মিডিয়া, তুমুল ভাইরাল ছবি

সন্ধ্যা হলেই ঘরে ঘরে বেজে উঠতো স্টার জলসার জনপ্রিয় ডেইলি সোপ 'মা'-এর টাইটেল সঙ। ঘরে ঘরে পরিচিত মুখ ছিলেন ছোট্ট ঝিলিকের ভূমিকায় অভিনয় করা তিথি। ডেইলি সোপ শেষ হওয়ার পর…

Avatar

সন্ধ্যা হলেই ঘরে ঘরে বেজে উঠতো স্টার জলসার জনপ্রিয় ডেইলি সোপ ‘মা’-এর টাইটেল সঙ। ঘরে ঘরে পরিচিত মুখ ছিলেন ছোট্ট ঝিলিকের ভূমিকায় অভিনয় করা তিথি। ডেইলি সোপ শেষ হওয়ার পর তিথিকে সেভাবে ছোট পর্দায় আর দেখা না গেলেও বাংলাদেশে বেশ কিছু কাজ করেছিলেন তিনি।তার মধ্যে উল্লেখযোগ্য ছিল টেলিফিল্ম ‘ হৈমন্তী’। সেই সময় বাংলাদেশে কিছু অ্যাডের কাজও করেছিলেন তিথি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরবর্তীকালে তিথি সম্পূর্ণভাবে অভিনয়জগত থেকে সরে গিয়ে মন দেন পড়াশোনায়। তবে ঝড়ের আগে বোধহয় এইরকম শান্তি থাকে।তাই টিন এজ তিথি আবারও ফিরে এলেন ঝোড়ো হাওয়া হয়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিথির কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে টিনএজার তিথিকে দেখা গিয়েছে হট অবতারে।বোঝাই যাচ্ছে,রেড শর্টস ও কালো স্লিভলেস টপ-এর হট পিকস-এ আবারও স্ক্রিন মাতাতে তৈরী তিথি।

View this post on Instagram

Not your barbie girl !?

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

About Author