Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট পোশাকে নজর কাড়লেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক, ভাইরাল সেই ছবি

কৌশিক পোল্ল্যে: ছোট থেকেই ক্যামেরার সামনে অভিনয় করার সৌভাগ্য হয়েছিল এই ছোট্ট খুদেটির, আর সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু। স্টার জলসার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ তাকে এনে দেয় তুমুল…

Avatar

কৌশিক পোল্ল্যে: ছোট থেকেই ক্যামেরার সামনে অভিনয় করার সৌভাগ্য হয়েছিল এই ছোট্ট খুদেটির, আর সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু। স্টার জলসার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা ও বহুল খ্যাতি। এই একটিমাত্র ধারাবাহিকের দরুন রাতারাতি স্টার হয়ে ওঠেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। ধারাবাহিকটি সাফল্যের সঙ্গে হাজারেরও বেশি পর্ব সম্প্রচারিত করে।

সেই ঝিলিকের আসল নাম তিথি বসু। ওইটুকু বয়সে অসাধারন অভিনয়ের জেরে সকলের মনে জায়গা করে নিয়ে তিনি হয়ে ওঠেন সকলের ঘরের মেয়ে। ধারাবাহিক ক্রমশ গল্পানুযায়ী এগোতে ঝিলিকের পরিবর্তন করা হয়। অভিনেত্রী শ্রীতমা দত্তকে সেই চরিত্র দেওয়া হলেও ছোট্ট ঝিলিকের জনপ্রিয়তা ও ধারাবাহিকের টিআরপির স্বার্থে আবারো তিথিকে অন্যরূপে ফিরিয়ে আনা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রথমবার মুম্বাই এসে হোলি খেললেন নিক জোনস, সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা

এরপর অবশ্য আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তিথি, কিন্তু দর্শকরা তাকে মনে রেখেছেন মূলত ঝিলিক চরিত্রটির জন্য। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও ইনস্টাগ্রামে নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিনি। তার পোস্ট করা বিভিন্ন ছবি প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়।

হট অ্যান্ড বোল্ড তিথি সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি হট ছবি। নীল রঙের স্বল্প পোশাকে দিব্যি বাজিমাত করলেন সোশ্যালে, তার ছবি রীতিমতো প্রশংসায় উপছে পড়ছে ছবির কমেন্টবক্স বলছে সে কথাই। তিথিকে নতুন কোনো ধারাবাহিকে সত্যিই দেখতে ইচ্ছুক অগনিত দর্শকরা, এবিষয়ে আপনি কী বলেন, নতুনরূপে ফিরবে তিথি! তিথি বসুর হট লুকের ছবিটি দেখতে চান? অবশ্যই রইল নীচের ওয়ালে।

About Author