Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indranil-Arunima: ‘আয় তবে সহচরী’র পর ছোট পর্দায় আবার ফিরছে টিপু-বরফি, খুশি দর্শকরাও

স্টার জলসার পর্দায় সম্প্রতি শেষ হয়েছে 'আয় তবে সহচরী'র পথ চলা। ধারাবাহিকের মুখ্য চরিত্র সহচরী অর্থাৎ কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই এই ধারাবাহিক চটজলদি শেষ করে দিতে বাধ্য হলেন ধারাবাহিকের…

Avatar

স্টার জলসার পর্দায় সম্প্রতি শেষ হয়েছে ‘আয় তবে সহচরী’র পথ চলা। ধারাবাহিকের মুখ্য চরিত্র সহচরী অর্থাৎ কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই এই ধারাবাহিক চটজলদি শেষ করে দিতে বাধ্য হলেন ধারাবাহিকের কর্মকর্তারা। দীর্ঘসময় ধরে ধারাবাহিকে দেখা মিলছিল না কনিনীকার। চিকিৎসার জন্য বাইরে রয়েছেন তিনি। তবে এই ধারাবাহিকে কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দর্শকদের কাছের হয়ে উঠেছিলেন বরফি ও টিপু জুটি। তবে হঠাৎ করে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় কিছুটা হলেও মনখারাপ ভক্তদের। তবে সম্প্রতি শোনা গিয়েছে, আবারো ছোটপর্দায় ফিরতে চলেছেন টিপু অর্থাৎ ইন্দ্রনীল চ্যাটার্জী ও বরফি অরুনিমা হালদার।

ধারাবাহিক শুরুর সময় থেকেই টিপু-বরফির জুটি নজর কেড়েছিল দর্শকমহলের। পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে হঠাৎ করেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মনখারাপ টিপু-বরফি অনুরাগীদের। তবে সম্প্রতি খবর মিলেছে, সহচরীর পর আবারো ছোটপর্দায় একসাথে দেখা যেতে চলেছে এই জুটিকে। তবে স্টার জলসায় নয় এবার জি বাংলার পর্দায় একসাথে দেখা দেবেন তারা। তার ঝলকও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ঝলক দেখার পর থেকেই আবারো খুশি হয়েছেন ভক্তরাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Indranil-Arunima: ‘আয় তবে সহচরী’র পর ছোট পর্দায় আবার ফিরছে টিপু-বরফি, খুশি দর্শকরাও

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা দিতে চলেছেন পর্দার টিপু ও বরফি। তবে এখনই কোন ধারাবাহিকের পর্দায় না ফিরলেও জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর পর্দায় আসতে চলেছেন ইন্দ্রনীল ও অরুনিমা। সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা। তবে সেই এপিসোড কবে সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়! তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। নিজেদের প্রিয় টিপু-বরফি জুটিকে একসাথে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তারা। পর্দায় তাদের রসায়ন যে বেশ সাড়া ফেলেছিল, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এরপর আবারও তাদের অন্য কোন ধারাবাহিকে একসাথে দেখা যাবে কিনা! তা অবশ্য সময়ই বলবে।

Indranil-Arunima: ‘আয় তবে সহচরী’র পর ছোট পর্দায় আবার ফিরছে টিপু-বরফি, খুশি দর্শকরাও

About Author