সাহসী পারফরমেন্স বোধহয় একেই বলে। গানের প্রতিটা বিডে ভরপুর সাহসিকতা। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইনস্টাগ্রামে একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে ভারতীয় যুবতীর হট চাল দেখে হুস হারাতে শুরু করেছেন নেটিজেনরা। অ্যাঞ্জেল রাই নামের এক যুবতী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিওটি। যে ভিডিওটি ইতিমধ্যে ৪.৫ লাখের বেশি মানুষ পছন্দ করেছে।
১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত “মহড়া” সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। “টিপ টিপ বরসা পানি” গানে বৃষ্টির মধ্যে অক্ষয় কুমারের সামনে রবীনা ট্যান্ডনের সাহসী ডান্স নিশ্চয়ই ভুলতে পারেননি আপনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “টিপ টিপ বরসা পানি” গানে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও পেছনে ফেলতে দেখা গেছে ওই তরুণীকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইন্সটাগ্রামে উষ্ণতা ছড়ানো ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ শাড়িতে বলিউডের অন্যতম জনপ্রিয় গান তথা “টিপ টিপ বরসা পানি”-তে বোল্ড পারফরম্যান্স করেছেন ওই যুবতী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই সময় তার শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত রয়েছে। বিশেষ করে এই যুবতীর উন্মুক্ত পেট এবং কার্ভি ফিগার দেখে প্রেমে পড়তে শুরু করেছে নেটিজেনদের একাংশ। এছাড়া খোলা চুলে নেটিজেনদের পাগল করে তুলেছেন রাই। ভিডিওটির কমেন্ট বক্সে নাচের প্রশংসার পাশাপাশি ওই যুবতীর হট ফিগারের প্রশংসা করেছেন অনেকেই। হাতে সময় থাকলে নিচে দেওয়া লিংকে গিয়ে এক্ষুনি দেখে নিন সাহসিকতায় ভরপুর এই ভিডিওটি।
View this post on Instagram