বর্তমানে নিজের অজান্তেই অনেকে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। আবার অনেকেই ভাইরাল হওয়ার জন্য সাহসের সর্বসীমা অতিক্রম করছেন। তবে ইন্টারনেটে প্রতিমুহূর্তে ভাইরাল হওয়া হাজার হাজার ভিডিওর মধ্যে সাহসী ভিডিওগুলো একটু বেশিই পছন্দ করেন নেটিজেনরা। আর সেই কারণে অনেক মেয়ে বাধা নিষেধের সব সীমা অতিক্রম করে। আর সাহসী ডান্স কিংবা গানের মাধ্যমে নেটিজেনদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
আজকের দিনে সোশ্যাল মিডিয়া মানে প্রতিভা বিকাশের সেরা মাধ্যম। হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের দিন শেষ করে আজকের দিনে সোশ্যাল মিডিয়া পৌঁছে গেছে প্রত্যেকের হাতের মুঠোয়। স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে সাধারণ মানুষও নিজের প্রতিভা শেয়ার করছেন ইউটিউব, ইনস্টাগ্রাম সহ একাধিক প্ল্যাটফর্মে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গরম কেকের মতো ভাইরাল হয় ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওগুলি। যার মাধ্যমে খুব সহজে গ্রামের সাধারন থেকে অতি-সাধারণ যুবতীরাও হয়ে ওঠেন সেলিব্রেটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত “মহড়া” সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। “টিপ টিপ বরসা পানি” গানে বৃষ্টির মধ্যে অক্ষয় কুমারের সামনে রবীনা ট্যান্ডনের সাহসী ডান্স নিশ্চয়ই ভুলতে পারেননি আপনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “টিপ টিপ বরসা পানি” গানে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও পেছনে ফেলবে।
বলিউডের এই জনপ্রিয় গানে এবার সাহসী পারফরমেন্স করে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন ৩ ভারতীয় যুবতী। Cherry Bomb নামের একটি ইউটিউব পেজে তারা এই ভিডিওটি আপলোড করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্লিপলেস ব্লাউজে হলুদ শাড়ি পড়ে সম্পূর্ণ রবীনা ট্যান্ডনের মত কায়দায় জনপ্রিয় এই গানে সাহসী পারফরম্যান্স করছে তারা। আপনি জানলে অবাক হবেন, উষ্ণতায় ভরপুর এই সাহসী ডান্সটি ইতিমধ্যে ৪০ লাখের বেশি মানুষ উপভোগ করেছে।